Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/projukti/sorkarichakri.org/wp-includes/functions.php on line 6131
প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Prime Minister Office Job Circular)। পটুয়াখালী ইপিজেড স্থাপন প্রকল্পে আউট সোর্সিং এর মাধ্যমে সরাসরি নিয়োগযোগ্য নিম্নলিখিত পদসমূহে সর্বসাকুল্য বেতনে আউট সোর্সিং (Outsourcing) প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০১৮ মোতাবেক শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

এক নজরে

চাকরির ধরনঃসরকারি চাকরি (Govt Jobs)
প্রতিষ্ঠানঃপ্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)
পদের নামঃএকাধিক
পদের সংখ্যাঃ১৭
কর্মস্থলঃসমগ্র বাংলাদেশ
বেতনঃবাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃবিএসএসি, ডিপ্লোমা, এস.এস.সি/সমমান, এইচ.এস.সি/সমমান এবং অষ্টম শ্রেণি পাশ
আবেদনের শেষ তারিখঃ১৮ জানুয়ারি ২০২৪ ইং
রেটিং দিনঃ
4.1/5 - (14 votes)

চাকরির বিবরণ

প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Prime Minister Office Job Circular)মোট পদের সংখ্যাঃ ১২টি। সরকারি চাকরি প্রার্থীরা বা আগ্রহীরা ১৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিক গুলো এবং আবেদনের নিয়ম বা শর্তাবলী নীচে দেয়া হলোঃ

শূন্যপদ সমুহ

  • সহকারী প্রকৌশলী (পুর) (০২ টি)
  • সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) (০১ টি)
  • সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) (০১ টি)
  • উপ-সহকারী প্রকৌশলী (পুর) (০৩ টি)
  • উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) (০১ টি)
  • ড্রাফটম্যান (০১ টি)
  • সার্ভেয়ার (০১ টি)
  • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (০২ টি)
  • ইলেকট্রিশিয়ান (০১ টি)
  • পাম্প অপারেটর (০১ টি)
  • পরিচ্ছন্নতা কর্মী (০১ টি)
  • অফিস সহায়ক (০২ টি)

শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা

  • ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাঃ বিএসএসি, ডিপ্লোমা, এস.এস.সি/সমমান, এইচ.এস.সি/সমমান এবং অষ্টম শ্রেণি পাশ।
  • অভিজ্ঞতাঃ প্রযোজ্য নহে।
  • সর্বোচ্চ বয়সঃ ৩০ বৎসর (বয়স নির্ধারণের জন্য বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন)

বেতন স্কেল ও গ্রেড

  • বেতন স্কেলঃ ২২,০০০ – ৫৩,০৬০/- টাকা, ১৬,০০০ – ৩৮,৬৪০/- টাকা, ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা, ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা ও ৮,২৫০ – ২০,০১০/- টাকা।
  • গ্রেডঃ ৯ম গ্রেড, ১০ম গ্রেড, ১৪তম গ্রেড, ১৬তম গ্রেড ও ২০তম গ্রেড।

তারিখ, আবেদন ফি ও অন্যান্য

  • প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর ২০২৩ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ১৮ জানুয়ারি ২০২৪ ইং
  • প্রকাশের মাধ্যমঃ অফিশিয়াল ওয়েবসাইট
  • নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং/সূত্রঃ ০৩.০৬.৭৮৯৫.৩৩২.১১.০০৩.২৩.৫৫
  • আবেদনের মাধ্যমঃ অনলাইনে
  • আবেদন ফিঃ

প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Prime Minister Office Job Circular) আবেদনের নিয়ম ও শর্তাবলী নীচে দেয়া হলো।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

১. ০১ ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৬০ বছরের মধ্যে থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়সের ক্ষেত্রে এ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না ৷

২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে আবেদন করতে হবে।

৩. শিক্ষাগত যোগ্যতাসহ অন্য যে কোনো বিষয়ে প্রার্থী কোনো ভুল তথ্য প্রদান করলে বা কোনো তথ্য গোপন করলে উক্ত প্রার্থীর আবেদনপত্র বাতিল করা হবে।

৪. সকল পদের জন্য নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৫. লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬. এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী, প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য প্রযোজ্য এবং স্থায়ী রাজস্ব পদে নিয়োগের কোন প্রতিশ্রুতি দেয়া হবে না ।

৭. এ নিয়োগ সর্বসাকুল্যে বেতনে চুক্তিভিক্তিক (শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য)। প্রকল্পের মেয়াদ শেষে পদসমূহ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র-ই অব্যাহতি পত্র হিসেবে গণ্য হবে।

৮. কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে কারণ দর্শানো ছাড়া নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

৯. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bepza.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু এবং শেষের তারিখ ও সময় যথাক্রমে: ২৬/১২/২০২৩ তারিখ সকাল ১০:০০ টা থেকে: ১৮/০১/২০২৪ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত।

(ক) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বিস্তারিত বেপজার ওয়েবসাইটে (www.bepza.gov.bd/career) এবং http://bepza.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/ bepza ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (www.bepza.gov.bd) ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

(খ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর হতে ১২১ অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজ এর subject-এ Organization Name : BEPZA, Post Name: ***, Applicant’s User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

(গ) ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

(ঘ) নিয়োগ সংক্রান্ত যে কোন প্রকার তথ্যের জন্য [email protected] এ মেইল করা যাবে।

অফিশিয়াল সার্কুলারঃ প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সার্কুলার PDF