গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সাধারণ আনসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।
পদের সংখ্যাঃ অনিদিষ্ট
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
চাকরির ধরনঃ স্থায়ী, গ্রেড/বেতনস্কেলঃ প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক ১৩,০৫০/ টাকা (সমতল এলাকায়) এবং ১৪,২০০/ টাকা (পার্বত্য এলাকায়) ভাতা প্রাপ্য হবেন।
কর্মস্থলঃ ঢাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ২০ জুন ২০২১ খ্রিঃ, রাতঃ১২.০০ টা
আবেদনের শেষ তারিখঃ ০১ জুলাই ২০২১ খ্রিঃ; রাতঃ ১১.৫৯ টা
আবেদন ফিঃ ২০০/- টাকা
চাকরির বিবরণঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সাধারণ আনসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিম্নে্র স্থায়ী পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহ্ববান করা যাচ্ছেঃ
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সংক্রান্ত শর্তাবলীঃ
শিক্ষাগত যোগ্যতাঃ
জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সঃ
বয়সঃ ১৮ -৩০ বছর
আবেদনের শর্ত ও নিয়মাবলীঃ
সাধারণ আনসার পদে চাকরির আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত ও নিয়মাবলী প্রযোজ্য হবে –
আবেদনের শর্তাবলীঃ
শারীরিক মানঃ ( ন্যূনতম )
শারীরিক যোগ্যতা | পুরুষ | |
ক। উচ্চতাঃ | ১৬২.৫ সে. মি.(৫’-৪”) | |
খ। ওজনঃ | ৫০ কেজি | |
গ। বুকের মাপঃ |
স্বাভাবিকঃ ৭৬ সে.মি. (৩০“) সম্প্রসারিতঃ ৮১ সে.মি. (৩২“) |
|
এখানে উল্লেখ যে, নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে তা অযোগ্য বলে বিবেচিত হবে
- আগামী ০২-০৫-২০২১ খ্রি.তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
- আবেদনকারীকে তার শিক্ষাগত সংক্রান্ত তথ্য আবেদনে উল্লেখ করতে হবে।
- লিখিত/মৌখিক/ব্যবহারিক পরিক্ষায় অংশগ্রহন করার জন্য কন প্রকার টি এ /টি ডি প্রদান করা হবে না।
- কর্তৃপক্ষ জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলিঃ
পরিক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক ব্যক্তি (http://ansarvdp.gov.bd) এই ওয়েব সাইটে প্রবেশ করে আবেদন পদ্ধতি অনুসারণ করে আবেদন করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাকিং, মোবাইল ব্যাকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যাকোন ব্যাংক কৃর্তক প্রদত্ত ক্রেডিট/ ডেবিট কার্ড (যেমন-VISA,Master Card, American Express ) এবং মোবাইল ব্যাকিং (যেমন- বিকাশ, রকেট, শিওরক্যাশ, নগদ, এমক্যাশ,মাইক্যাশ,ওয়ানক্যাশ,ইজিক্যাশ,কিউক্যাশ,নেক্সাস ) ইত্যাদির মাধ্যমে চার্জব্যাতিত ২০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে ফি প্রদান করতে পারবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার,Form Commission-1A (পূরণকৃত আবেদন ফর্র) এবং Personal Information Form ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যন্য প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে।
যদি কোন প্রার্থী উক্ত কল-আপ লেটার,Form ডাউনলোড কতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে প্রদত্ত রোল ও Tracking নাম্বার দিয়ে ওয়েব সাইটে পুনরায় Sign In করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
প্রথমিক বাছাইয়ের সময়সূচি
অনিবার্য কারণবসত বাছাইয়ের তারিখ, সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে, বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শন করা হবে এবং আবেদনকারীকে মোবাইল মেসেজের মাধ্যমে অবহিত করা হবে।
রংপুর রেঞ্জঃ ০৬-১৫ জুলাই, ২০২১ সকাল ৯ টা, বরিশালঃ ০৭-১৪ জুলাই, ২০২১ সকাল- ৯ টা, খুলনাঃ ০৬-১৫ জুলাই, ২০২১ সকাল- ৯ টা, রাজশাহীঃ ০৮-১৩ জুলাই সকাল- ৯ টা ও কুমিল্লাঃ ১৪ জুলাই, ২০২১ সকাল- ৯ টা।
অঙ্গীভৃত হওয়ার পর সুযোগ-সুবিধা
- ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৩,০৫০/- টাকা এবং পার্বত্য এলাকায় ১৪,২০০/- টাকা ভাতা প্রাপ্য হবেন
- খ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ৯৭৫০/- টাকা হারে
- গ) দুই ইউনিট রেশন ভর্তুকি সুল্যে প্রদান করা হবে
- ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।