গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (Bangladesh Jute Research Institute) এ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (Chief Scientific Officer) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নামঃ | মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (Chief Scientific Officer) |
পদ সংখ্যাঃ | ০১ টি |
চাকরিদাতা প্রতিষ্ঠানঃ | বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (Bangladesh Jute Research Institute) |
চাকরির ধরনঃ | অস্থায়ী |
গ্রেড ও বেতনস্কেলঃ | ৩য় গ্রেড | ৫৬৫০০ – ৭৪৪০০/- টাকা |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিএসসি (কৃষি)/বিএসসি (টেক) |
বয়সসীমাঃ | ৪২ বছর |
আবেদনকারীর জেলাঃ | সকল জেলা |
আবেদন ফিঃ | ৫০০/- টাকা |
আবেদনের মাধ্যমঃ | ডাকযোগে / সরাসরি |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ২১ জুলাই |
আবেদনের শেষ তারিখঃ | ২২ আগস্ট |
চাকরির বিবরণঃ
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী শুন্য পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে। মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (Chief Scientific Officer) পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (Bangladesh Jute Research Institute)
সাধারণ শর্তাবলীঃ
শিক্ষাগত যোগ্যতাঃ
বিএসসি (কৃষি)/বিএসসি (টেক) /এম, এস/এম, এস সিসহ সংশ্লিষ্ট কাজে ১৫ বৎসরের অভিজ্ঞতা। ১০টি প্রকাশিত
মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয়। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অভিজ্ঞতা শিখিলযোগ্য।
বয়সঃ
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (Chief Scientific Officer) পদে আবেদনের নির্ধারিত বয়সসীমা ৪২ বছর।
অভিজ্ঞতাঃ
সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ,ডিসহ ১২ বৎসরের অভিজ্ঞতা।
আবেদনকারীর জেলাঃ
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (Chief Scientific Officer) পদে সকল জেলার অধিবাসীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শর্ত ও নিয়মাবলীঃ
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (Chief Scientific Officer) পদে আবেদনের শর্ত ও নিয়মাবলী নিম্নরূপঃ
আবেদনের শর্তাবলীঃ
১। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার ২৯-১২-২০১৪ তারিখের ০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.১৪-০১ সংখ্যক স্মারকে প্রণীত আবেদনের মডেল ফরমে আবেদন করতে হবো আবেদনের মডেল ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইট (http://old.mopa.gov.bd/uploads/2017/archive/forms/admin1-2014-01.PDF) এবং বিজেআরআই এর ওয়েব সাইট (www.bjri.gov.bd) এ পাওয়া যাবে।
২। প্রার্থীগণকে আগামী ২৪-০৭-২০২২ হতে ২২-০৮-২০২২ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে সরাসরি/ডাকযোগে আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা-১২০৭ বরাবর পৌঁছাতে হবে।
৩। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌছাতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত তারিখ ও সময়ের পর (ডাকযোগে বা সরাসরি) কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৪। প্রার্থীগণকে National Agricultural Research System (NARS) নীতিমালা/মানদন্ড অনুযায়ী মূল্যায়ণ করা হবে। সে প্রেক্ষিতে নির্দিষ্ট মূল্যায়ণ ফরম ০৪ (চার) প্রস্থ (সংযোজনীসহ) আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। নিদিষ্ট মূল্যায়ণ ফরম বিজেআরআই এর ওয়েব সাইট (www.bjri.gov.bd) এবং বিএআরসি এর ওয়েব সাইট (www.barc.gov.bd) হতে Download করে সংগ্রহ করা যাবে।
৫। আবেদনকারী’কে সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনন্টিটিউট এর অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ভার (অফেরৎযোগ্য) আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।
৬। আবেদনপত্রের খামের উপর পদের নাম ও জেলা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৭। প্রাপ্ত সকল আবেদনপত্র যাচাই-বাছাই এর পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের অনুকূলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রেরণ করা হবে। আবেদনকারীগণকে মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৮। উল্লিখিত পদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং আনুষ্ঠানিকতা অনুসরণ করা হবে।
৯। আবেদনকারী যদি কোন তথ্য গোপন করেন এবং পরবর্তিতে তা সনাক্ত হয় সে ক্ষেত্রে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্থখনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি ৰা স্থায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে অপসারিত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
১১। এ নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি মন্ত্রণালয়ের গত ১৮-০৭-২০২২ তারিখের ১২.০০.০০০০,০৬৩.১১.০০১.১৭(অংশ-১).২০৫ সংখ্যক স্মারকপত্রের আলোকে প্রচার করা হল।
১২। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
১৩1 নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
১৪। বাস্তবতার নিরীখে পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাদি আবেদনের শর্তাবলিতে আলোচনা করা হয়েছে।
শেষ কথাঃ
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (Chief Scientific Officer) পদে যারা আবেদন করতে ইচ্ছুক, তারা ২২-০৮-২২ ইং তারিখের মধ্যে উপরে উল্লেখিত পদ্ধতিতে আবেদন করুন। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
সংযুক্তিঃ
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (Chief Scientific Officer) পদে বিজ্ঞপ্তির সংযুক্তি নিচে দেয়া হলো।