গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ মেরিন একাডেমিতে সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।
পদের সংখ্যাঃ ০১ জন
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ মেরিন একাডেমি।
চাকরির ধরনঃ স্থায়ী, গ্রেড/বেতনস্কেলঃ ১৪ তম গ্রেড/১০,২০০ – ২৪,৬৮০ টাকা।
কর্মস্থলঃ চট্টগ্রাম।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ১১ আগষ্ট ২০২১ খ্রিঃ, সকালঃ১০.০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখঃ ০৯ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ; বিকাল; রাতঃ০৫.০০ ঘটিকা।
আবেদন ফিঃ ১০০/- টাকা
চাকরির বিবরণঃ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত গ্রেডের শূন্য পদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সংক্রান্ত শর্তাবলীঃ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
এইচএসসি পাশ। সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বয়সঃ
১৮-৩০ বছর
আবেদনের শর্ত ও নিয়মাবলীঃ
সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে চাকরির আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত ও নিয়মাবলী প্রযোজ্য হবে –
আবেদনের শর্তাবলীঃ
- মেরিন একাডেমির ওয়েবসাইট www.macademy.gov.bd থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে; কমান্ডান্ট,
বাংলাদেশ মেরিল এবাডেমী,চট্টগ্রাম এর বরাবরে আবেদন করে আগামী ০৯-০৯-২০২১ তারিখের মধো অফিস চলাকালীন সময়ে
পৌছাতে হবে। এই পদের ক্ষেত্রে ৫০/- (একশত) টাকা কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের অনুকূলে সোনালী ব্যাংক :/বাংলাদেশ ব্যাংতে ট্রেজারী চালালের মাধ্যমে কোড নংঃ ১-৫২৩৬-০০০১-২৬৪১ তে জমা করে চালানের মুল কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে । - আবেদনপত্র প্রেরণের খামের উপরের অংশে আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম অবশাই উল্লেখ করতে হবে । ০৯-০৯-২০২১
ভারিখে বরসীমাঃ ১৮ হতে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ এছ পর্যন্ত শিথিলযোগ্য | জাতীয়
পরিচয়পত্র অথবা জন্ম নিবদ্ধ সনদের কপি আবেদনপত্রের সাথে দিতে হবে । - সকল জেলার মুজিযোদ্ধা/মুজিযোদ্ধাদের পুত্র – কন্যা /পুত্র – কন্যার পুত্র কন্যা, এতিমখানা নিবাসী, প্রতিবদ্ধী, মহিলা, উপজাতীয়, আনসার
গ্রাম প্রতিরক্ষা বাহিনী আবেদন করতে পারবেন (এক্ষেত্রে যথাযথ সনদ দাখিল করবেন)। - জেলা স্থানীয় বাসিন্দার প্রাপক হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত গেজেটেড সনদ এবং ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র / জন্ম-নিবন্ধন সনদের সত্যায়িত দাখিল করতে হবে।
- ০১ (এক) টি ০৯”x ০৪” ইঞ্জি ফেরত খামে অরশাই ১০/- (দশ) টাকার ডাক টিকিটসহ প্রার্থীরা বর্তমান ঠিকান উল্লেখ পূর্বক আবেদন
আনতে হবে । - আবেদনকারীর নিকট আত্মীয় (বাবা, মা, ভাই ও অবিবাহিত বোন), মেরিন একাডেমিতে চাকুরী করলে তার বিস্তারিত বিবরণ
- আবেদনকারীর স্বাক্ষরসছ অঙ্গীকারনামা সঙ্গে দিতে হবে । অঙ্গীকার নামাটি www.macademy.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।
- অসম্পূর্ণ ও ত্রটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে পন্য হবে ।
- প্রার্থী নির্বাচনের ক্ষেতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৪ আক্টোবর ২০১৮ তারিখের বিধি-বিধান ও সরকারি অন্যান্য বিধি বিধান
অনুসরণ করা হবে। - সরকারী, আধা-সরকারী এবং স্বায়ত্তশাসিত সংস্থার চাকুনীরত প্রার্থীদেরকে স্ব স্ব কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করাতে হবে ।
- নিয়োগের ক্ষেত্রে কোন ব্যক্তি যদি টাকা লেনদেন করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
- চাকুরির জন্য কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে নিয়োগকারী/কর্তৃপক্ষের সিদ্ধাতই চুড়ান্ত বলে বিবেচিত হবে।