গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারি জেনারেল ম্যানেজার (আইটি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।
পদের সংখ্যাঃ ২৩ জন
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
চাকরির ধরনঃ স্থায়ী, গ্রেড/বেতনস্কেলঃ ১ম গ্রেড/৪৩,৫০০ টাকা।
কর্মস্থলঃ ঢাকা।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ১৭ জুন ২০২১ খ্রিঃ,সকালঃ ১০.০০ টা
আবেদনের শেষ তারিখঃ ০৮ জুলাই ২০২১ খ্রিঃ; বিকালঃ ০৫.০০ টা
আবেদন ফিঃ ২২৩/- টাকা
চাকরির বিবরণঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড -এর শূন্য পদে নিয়োগ প্রদান/প্যানেল তৈরীর জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সংক্রান্ত শর্তাবলীঃ
শিক্ষাগত যোগ্যতাঃ
Bachelor Degree (4 years course) in Computer Science & Engineering/Computer Science/Information Technology/Applied Physics & Electronics with a minimum CGPA 3.00 out of 4.00. Must know a minimum of two programming languages among C/C++/Visual Basic/ASP dot net. Must know Database programming in Oracle/SQL/Access and computer Networking Infrastructure, Network Administration, Server Maintenance & Configuration, DHCP, DNS, and Active Directory, etc.
বয়সঃ
১৮-৩০ বছর
আবেদনের শর্ত ও নিয়মাবলীঃ
সহকারি জেনারেল ম্যানেজার (আইটি) পদে চাকরির আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত ও নিয়মাবলী প্রযোজ্য হবে –
আবেদনের শর্তাবলীঃ
- সরকারি,আধা- সরকারি,ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে পারবে।
- আবেদনকারীর নাম,পিতার নাম, মাতার নাম, জন্ম-তারিখ ,নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সনদে যেভাবে লেখা আছে হুবহু সেই ভাবে লিখতে হবে।
- পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/ইএন্ডসি) ও সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) পদে যোগদানের সময় প্রার্থী কর্তৃক ৩০০- টাকা/প্রযোজ্য মুল্যের নন-জুডিসিয়্যাল স্ট্যাম্পে ৫ (পাঁচ) বছরের জন্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার সার্ভিস বন্ড প্রদান করতে হবে। চাকুরির মেয়াদ ৫ (পাঁচ) বছর পূর্ণ হওয়ার পূর্বে কেউ চাকুরি হতে অব্যাহতি গ্রহণ করলে সার্ভিস বন্ড অনুযায়ী তিনি ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা বাপবিবোর্ডে প্রদানে বাধ্য থাকবেন।
- হাতে লেখা কোন প্রকার আবেদন বা কাগজপ্ত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা কোনো গ্রহনযোগ্য হবে না ।
- আগামী ০১-০৬-২০২১ খ্রি.তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছর এর মধ্যে হতে হবে।
- মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা / শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছরে হতে হবে। এক্ষেত্রে এভিডেভিট গ্রহন যোগ্য নহে।
- জেলা কোটাসহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুসরণ করা হবে। এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধি প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে।
- প্রবেশপত্রটি লিখিত অংশগ্রহনের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
- কর্তৃপক্ষ জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
আবেদনের নিয়মঃ
পরিক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক ব্যক্তি (http://brebhr.teletalk.com.bd) এই ওয়েব সাইটে আবেদন পূরণ করতে পারবে।
- অনলাইনে আবেদনপ্ত্রে প্রার্থী তার স্বাক্ষর ( 300 x 80 pixel) ও রঙিন ছবি ( 300 x300 pixel ) নির্ধারিত স্থানে Upload করবেন।
- অনলাইনে আবেদনপ্ত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরর্বতী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপ্ত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজে শত ভাগ নিশ্চিত হবেন।
- প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপ্ত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরিক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করবে ।
অনলাইনে আবেদনপ্ত্রে যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর Upload আবেদনপ্ত্র Submit করা সম্পন্ন হলে কম্পউটারে ছবিসহ Application preview দেখা যাবে। নির্ভুল্ভাবে আবেদনপ্ত্র Submit কারী প্রার্থী User ID , ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Applicant’s copy পাবেন।
উক্ত Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রাহী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletatk pre-paid mobile মাধ্যমে ২ ( দুই )টি এসএমএস করে ফি বাবদ ৫৬/- (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টা মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “অনলাইনে আবেদনপ্ত্রে সকল অংশ পূরণ করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপএ কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS: BREBHR-space>User ID লিখে Send করতে হবে 16222 । Example BREBHR ABCDEF
Reply: Applicant’s Name, Tk…..………… will be charged as application fee. Your PIN 12345678. To pay fee
Type : BREBHR-space> yes< space ><PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BREBHR<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222.। Example BREBHR YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BREBHR Application for post xxxxxx. User (D ts (ABCDEF) and Password (xxxon}।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি (http://brebhr.teletalk.com.bd) ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস (যোগ্য প্রার্থীকে) যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপ্ত্রে প্র্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পড়া এসএমএস এবং প্রাপ্ত নির্দেশনা ভাৎক্ষপিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরর্বতীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময, ভেন্যূ ইত্যাদি তথ্য সম্মিলিত প্রবেশপ্ত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন।