বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি মডেল টেস্ট (BCS International Affairs Model Test) এর হোমপেজে আপনাকে স্বাগতম। এই মডেল টেস্ট গুলো সমসাময়িক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াবলির বিভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়েছে। প্রতিটি মডেল টেস্টের প্রশ্ন আলাদা আলাদা ও বহুনির্বাচনী (MCQ) আকারে, যা আপনার বিসিএস প্রিলিমিনারি সহ অন্যান্য সরকারির পরীক্ষার প্রস্তুতিকে সাবলিল করতে সাহায্য করবে। বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি মডেল টেস্ট এর নীচে বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি সিলেবাস (BCS International Affairs Syllabus) ও মান বন্টন সন্নিবেশিত আছে।
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি মডেল টেস্ট (BCS International Affairs Model Test)
এখানে আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়ে মোট ২৫টি মডেল টেস্ট রয়েছে। অন্যান্য বিষয়ের মডেল টেস্ট গুলো দেখতে মডেল টেস্ট ইনডেক্স দেখুন।
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি মডেল টেস্ট বিষয়ক সমস্যা বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সরকারি চাকরি ওয়েবসাইটটি ভালো লাগলে বা এটি থেকে উপকৃত হলে আপনার পরিচিতজনের সাথে শেয়ার করুন।
বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি সিলেবাস (BCS International Affairs Syllabus)
বিসিএস (BCS) প্রিলিমিনারি পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলি সিলেবাস (BCS International Affairs Syllabus) ও মান বন্টন নিম্নরূপঃ
আন্তর্জাতিক বিষয়াবলি | |
পূর্ণমানঃ ২০ | |
বিষয়বস্তু | মান বন্টন |
১. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আর্ন্তজাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। | ০৪ |
২. আর্ন্তজাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। | ০৪ |
৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। | ০৪ |
৪. আর্ন্তজাতিক পরিবেশগত ইস্যও কূটনীতি। | ০৪ |
৫. আর্ন্তজাতিক সংঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। | ০৪ |