গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।
পদের সংখ্যাঃ অনিদিষ্ট
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সেনাবাহিনী
চাকরির ধরনঃ স্থায়ী, গ্রেড/বেতনস্কেলঃ নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে।
কর্মস্থলঃ চট্টগ্রাম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল ২০২১ খ্রিঃ, সকালঃ১০.০০ টা
আবেদনের শেষ তারিখঃ ২২ মে ২০২১ খ্রিঃ; বিকালঃ০৫.০০টা
আবেদন ফিঃ ১০০০/- টাকা
চাকরির বিবরণঃ
বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিম্নে্র স্থায়ী পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহ্ববান করা যাচ্ছেঃ
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সংক্রান্ত শর্তাবলীঃ
শিক্ষাগত যোগ্যতাঃ
(ক) জাতীয় মাধ্যমঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(খ) ইংরেজী মাধ্যমঃ ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড এবং এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড ও ১টিতে C গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ।
বিঃ দ্রঃ-
২০২১ সালের এইচএসসি এ’ লেভেল পরীক্ষার্থী প্রার্থীগণও আবেদন করতে পারবেন। কিন্তু তাদের অবশ্যই এসএসসিতে জিপিএ-৫.০০/ ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। তবে, বিএমএ যােগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে।
বয়সঃ ১৬-২১ বছর
আবেদনের শর্ত ও নিয়মাবলীঃ
৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পদে চাকরির আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত ও নিয়মাবলী প্রযোজ্য হবে –
আবেদনের শর্তাবলীঃ
শারীরিক মানঃ ( ন্যূনতম )
শারীরিক যোগ্যতা | পুরুষ | মহিলা |
ক। উচ্চতাঃ | ১৬৪.৬৪ সে. মি.(৫‘-৪“) | ১৫৭.৪৮ সে.মি.(৫‘-.২“) |
খ। ওজনঃ | ৫৪ কেজি | ৪৭ কেজি |
গ। বুকের মাপঃ |
স্বাভাবিকঃ ৭৬ সে.মি. (৩০“) সম্প্রসারিতঃ ৮১ সে.মি. (৩২“) |
স্বাভাবিকঃ ৭১ সে.মি. (২৮“)
সম্প্রসারিতঃ ৭৬ সে.মি. (৩০“)
|
এখানে উল্লেখ যে, নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে তা অযোগ্য বলে বিবেচিত হবে
- আগামী ০১-০১-২০২১ খ্রি.তারিখে আবেদনকারীর বয়স ১৭ থেকে ২১ এর মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।
- সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি।
- বর্তমান/ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কৃর্তক চারিত্রক সনদ।
- স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম-নিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি
- বর্তমান ঠিকানা সহ ৯” x ৪” আকারের একটি ফেরত খাম ।
- আবেদনকারীকে তার শিক্ষাগত সংক্রান্ত তথ্য আবেদনে উল্লেখ করতে হবে।
- লিখিত/মৌখিক/ব্যবহারিক পরিক্ষায় অংশগ্রহন করার জন্য কন প্রকার টি এ /টি ডি প্রদান করা হবে না।
- কর্তৃপক্ষ জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলিঃ
পরিক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক ব্যক্তি (https://joinairforce.mil.bd)এই ওয়েব সাইটে প্রবেশ করে Home page এর পার্শ্বে APPLY NOW এ কিক্ল করে আবেদন পদ্ধতি অনুসারণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাকিং, মোবাইল ব্যাকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যাকোন ব্যাংক কৃর্তক প্রদত্ত ক্রেডিট/ ডেবিট কার্ড (যেমন-VISA,Master Card, American Express ) এবং মোবাইল ব্যাকিং (যেমন- বিকাশ, রকেট, শিওরক্যাশ, নগদ, এমক্যাশ,মাইক্যাশ,ওয়ানক্যাশ,ইজিক্যাশ,কিউক্যাশ,নেক্সাস ) ইত্যাদির মাধ্যমে চার্জব্যাতিত ১৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে ফি প্রদান করতে পারবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার,Form Commission-1A (পূরণকৃত আবেদন ফর্ম) এবং Personal Information Form ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যন্য প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে।
যদি কোন প্রার্থী উক্ত কল-আপ লেটার,Form ডাউনলোড কতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে প্রদত্ত রোল ও Tracking নাম্বার দিয়ে ওয়েব সাইটে পুনরায় Sign In করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
কোন জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন না
মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, লক্ষ্মীপুর, জয়পুরহাট, পাবনা, নাটোর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলার বাসিন্দারা আবেদনের অযোগ্য। এসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।