যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Department of Youth Development Job Circular)। দেশের ১৮-৩৫ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এর নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলি অনুসরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

এক নজরে

চাকরির ধরনঃসরকারি চাকরি (Govt Jobs)
প্রতিষ্ঠানঃযুব উন্নয়ন অধিদপ্তর (DYD)
পদের নামঃএকাধিক
পদের সংখ্যাঃ৪৯০
কর্মস্থলঃসমগ্র বাংলাদেশ
বেতনঃবাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃঅষ্টম শ্রেণি পাশ, এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/সমমান
আবেদনের শেষ তারিখঃ০১ জানুয়ারি ২০২৪ ইং
রেটিং দিনঃ
3.9/5 - (38 votes)

চাকরির বিবরণ

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Department of Youth Development Job Circular)মোট পদের সংখ্যাঃ ১৫টি। সরকারি চাকরি প্রার্থীরা বা আগ্রহীরা  ০১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিক গুলো এবং আবেদনের নিয়ম বা শর্তাবলী নীচে দেয়া হলোঃ

শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা

  • ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ, এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/সমমান
  • অভিজ্ঞতাঃ প্রযোজ্য নহে।
  • সর্বোচ্চ বয়সঃ ৩০ বৎসর (বয়স নির্ধারণের জন্য বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন)

তারিখ, আবেদন ফি ও অন্যান্য

  • প্রকাশের তারিখঃ ২৫ ডিসেম্বর ২০২৩ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ০১ জানুয়ারি ২০২৪ ইং
  • প্রকাশের মাধ্যমঃ অফিশিয়াল ওয়েবসাইট
  • নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং/সূত্রঃ ০০০০
  • আবেদনের মাধ্যমঃ অনলাইনে
  • আবেদন ফিঃ ১০০০/- টাকা, ৫০০/- টাকা, ৩০০/- টাকা, ১০০/- টাকা ও ৫০ টাকা।

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Department of Youth Development Job Circular) আবেদনের নিয়ম ও শর্তাবলী নীচে দেয়া হলো।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

১. (ক) বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি. এবং প্রশিক্ষণ শুরু ০১ জানুয়ারি, ২০২৪ খ্রি.।

(খ) বর্ণিত কোর্সে/ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বৎসর এবং কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারী হতে হবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা শিমিলযোগ্য।

(গ) যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুবনারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে।

(ঘ) স্বহস্তে পূরণকৃত আবেদন ফর্ম (০১) নাম (বাংলা ও ইংরেজী) (০২) পিতার নাম (০৩) মাতার নাম (বাংলা ও ইংরেজী) (০৪) জন্মতারিখ (০৫) বিজ্ঞপ্তি প্রদানের তারিখে বয়স (০৬) জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর অথবা জন্মনিবন্ধন সনদপত্র (০৭) বর্তমান ঠিকানা (০৮) স্থায়ী ঠিকানা (০৯) জাতীয়তা (১০) শিক্ষাগত যোগ্যতা (১১) ধর্ম (১২) লিঙ্গ (১৩) মোবাইল নম্বর (১৪) বিকল্প মোবাইল নম্বর (১৫) ইতোপূর্বে গৃহীত প্রশিক্ষণ (যদি থাকে) (১৬) যুব সংগঠনের সদস্য হলে সংগঠনের নাম এবং (১৭) ভবিষ্যৎ পরিকল্পনা/প্রশিক্ষণ গ্রহণের কারণ উল্লেখ করতে হবে।

(ঙ) এটুআই (a2i) এর সাথে যৌথভাবে NiSE ভুক্ত ২৭ জেলা (, খুলনা, রাজশাহী, , বগুড়া, , , মৌলভীবাজার, জয়পুরহাট, পিরোজপুর, মানিকগঞ্জ, , , , রংপুর, বরিশাল, গাজীপুর, , কুমিল্লা, , গোপালগঞ্জ, রাজবাড়ী, ভোলা, শেরপুর, ঝিনাইদহ, , মেহেরপুর) শুধুমাত্র https://dyd.nise.gov.bd/courses লিংকে গিয়ে আবেদন করতে হবে।

(চ) আবেদনকারী/প্রার্থীর বয়স নির্ধারণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

(ছ) নির্ধারিত আবেদন ফরম যুব উন্নয়ন অধিদপ্তরের www.dyd.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা স্ব-স্ব উপপরিচালক/কো-অর্ডিনেটর/ডেপুটি কো-অর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।

(জ) দূরবর্তী স্থানে বসবাসরত কর্মপ্রত্যাশী যুবদের সুবিধার্থে প্রশিক্ষণে ভর্তির আবেদনপত্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়/যুব প্রশিক্ষণ কেন্দ্র/জেলা কার্যালয়/ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনলাইনে উল্লিখিত লিংকে আবেদন দাখিল করতে পারবে।

(ঝ) আবেদনপত্রের সাথে (ক) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি (খ) জাতীয় পরিচয়পত্র অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর কমিশনার কর্তৃক জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি সঙ্গে আনতে হবে।

(ঞ) দলিত (সুইপার, ঋষি, ডোম) যুবদের জন্য ৪% কোটা এবং প্রতিবন্ধী, অটিস্টিক ও তৃতীয় নিঙ্গের জন্য ৫% কোটা সংরক্ষণসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত যুবদের কোর্স ফি ব্যতীত অধিদপ্তরের সকল প্রশিক্ষণে ভর্তির সুযোগ রয়েছে।

(ট) সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময়ে হাজির হতে হবে। এজন্য কোনো প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।

(ঠ) ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

(ড) ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষণার্থীগণকে সার্বক্ষণিক সক্রিয় মোবাইল নম্বর, Facebook আইডি, Whatsapp no ও ই-মেইল আইডি আবশ্যিকভাবে দিতে হবে।

(ঢ) আবেদনপত্র জমা দেয়ার নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

২. প্রশিক্ষণের শর্তাবলীঃ

  • (ক) প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।
  • (খ) প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
  • (গ) প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান/কর্মসংস্থানে নিয়োজিত হতে হবে।
  • (ঘ) প্রশিক্ষণকালীন সকল নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে।
  • (ঙ) তাত্ত্বিক ক্লাশগুলো অনলাইন/সশরীরে এবং ব্যবহারিক ক্লাশগুলো বিভিন্ন গ্রুপে বিভক্ত করে প্রশিক্ষণ পরিচালনা করা হবে।
  • (চ) ক্রমিক নং ১) কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন ও ২) প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বিষয়ক কোর্সব্যতীত সকল কোর্সের প্রশিক্ষণার্থীগণ সরকারি বিধি মোতাবেক দৈনিক উপস্থিতি সাপেক্ষে ভাতাপ্রাপ্য হবেন।
  • (ছ) ইতোপূর্বে যিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি আবেদন করতে পারবেন না।