গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রনালয়ের অধীনে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষে মাস্টার পাইলট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।
পদের সংখ্যাঃ ০১ জন
প্রতিষ্ঠানঃ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ
চাকরির ধরনঃ স্থায়ী, গ্রেড/বেতনস্কেলঃ ১১তম গ্রেড/১২,৫০০-৩০,২৩০ টাকা।
কর্মস্থলঃ ঢাকা।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ২৬ জুলাই ২০২১ খ্রিঃ,সকালঃ ১০.০০ টা
আবেদনের শেষ তারিখঃ ৩১ আগষ্ট ২০২১ খ্রিঃ; বিকালঃ ০৫.০০ টা
আবেদন ফিঃ ২১৫/- টাকা
চাকরির বিবরণঃ
অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ-এর রাজস্ব খাতভূক্ত নিম্নে স্থায়ী পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহ্ববান করা যাচ্ছেঃ
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সংক্রান্ত শর্তাবলীঃ
শিক্ষাগত যোগ্যতাঃ
কর্ণফুলীর এন্ডোর্সমেন্টসহ ২য় শ্রেণীর ইনল্যান্ড মাষ্টারের কম্পিটেন্সী সনদপত্র।
বয়সঃ
২৫ – ৪৫ বছর
আবেদনের শর্ত ও নিয়মাবলীঃ
মাস্টার পাইলট পদে চাকরির আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত ও নিয়মাবলী প্রযোজ্য হবে –
আবেদনের শর্তাবলীঃ
- আগামী ০১-০৮-২০২১ খ্রি.তারিখে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছর এর মধ্যে হতে হবে।
- আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইট (http://jobsbiwta.gov.bd) থেকে নিয়ােগ বিজ্ঞপ্তি ও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
- আবেদন করার সময় ফরম পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী ( http://jobsbiwta.gov.bd) সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Applied ID প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। উক্ত Applied ID টি রকেট Biller Number হিসাবে ব্যবহার করে ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাকিং রকেটের মাধ্যমে BIWTA এর আইডি নং- ৪২২ এ আবেদন ফি বাবদ ২১৫ টাকা জমা দিতে হবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “অনলাইনে আবেদনপ্ত্রে সকল অংশ পূরণ করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপএ কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
- আবেদনকারীকে নিজ নিজ Applied ID ব্যবহার করে ( http://jobsbiwta.gov.bd ) ওয়েব সাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বারে যথা সময়ে SMS এর মাধ্যমে অবহিত করা হবে।
- সরকারি,আধা- সরকারি,ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে পারবে।
- আবেদনকারীর নাম,পিতার নাম, মাতার নাম, জন্ম-তারিখ ,নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সনদে যেভাবে লেখা আছে হুবহু সেই ভাবে লিখতে হবে।
- হাতে লেখা কোন প্রকার আবেদন বা কাগজপ্ত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা কোনো গ্রহনযোগ্য হবে না ।
- মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা / শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছরে হতে হবে। এক্ষেত্রে এভিডেভিট গ্রহন যোগ্য নহে।
- জেলা কোটাসহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুসরণ করা হবে। এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধি প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে।
- প্রবেশপত্রটি লিখিত অংশগ্রহনের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
- কর্তৃপক্ষ জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
- অসম্পূর্ণ/ভূল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।