মে ৩১, ২০২৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রকল্প পরিচালকের কার্যালয়ের অধীনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।

সারাংশ
পদের নামঃ  সিকিউরিটি গার্ড।
পদের সংখ্যাঃ ১ জন।
প্রতিষ্ঠানঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
চাকরির ধরনঃ অস্থায়ী, গ্রেড/বেতনস্কেলঃ সর্বসাকুল্যে ১৫,৮৫০ টাকা।
কর্মস্থলঃ ঢাকা।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ২১ জুন ২০২২ খ্রিঃ, সকালঃ১০.০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখঃ ১৪ জুলাই ২০২২ খ্রিঃ; বিকাল; রাতঃ০৫.০০ ঘটিকা।
আবেদন ফিঃ ১০০/- টাকা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

চাকরির বিবরণঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন Centre for Environment & Climate Change Research (CECCR) শীর্ষক প্রকল্পের আওতায় শুধুমাত্র প্রকল্পকালীন সময়ের জন্য সর্বসাকুল্য বেতনে (চুক্তিভিত্তিক) নিম্নোক্ত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সংক্রান্ত শর্তাবলীঃ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ এস এস সি এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

বয়সঃ
সর্বোচ্চ ৪৫ বছর

যেসকল জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন।
সবজেলা

আবেদনের শর্ত নিয়মাবলীঃ
সিকিউরিটি গার্ড পদে চাকরির আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত ও নিয়মাবলী প্রযোজ্য হবে –

আবেদনের শর্তাবলীঃ

ক) আবেদনকারীকে অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত “ছক” পূরণপূর্বক নিম্নস্বাক্ষরকারী বরাবর আগামী ১৪/০৭/২০২২ তারিখ অথবা তৎপূর্বে অফিস চলাকালীন সময়ের প্রকল্প পরিচালক, Centre for Environment & Climate Change Research (CECCR) Project, পরিবেশ ভবন, কক্ষ নং-৪১২ (৪র্থ তলা), ই-১৬, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭ ঠিকানায় অবশ্যই প্রাপ্তি স্বীকারপত্র সহ বেজিষ্টার্ড ডাকযোগে প্রেরণ করতে হবে । সরাসরি বা হাতে হাতে কোন আবেদন গ্রহণ করা হবে না।

খ) আবেদন পত্রের সাথে সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ত সাইজের সত্যায়িত রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, নাগরিকত্ব সনদ এবং জাতীয় পর্রিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযোজন করতে হবে । প্রার্থী জন্মসূত্রে বালাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হাতে হবে।

গ) আবেদনপত্র প্রেরণের খামের উপরের বামপার্শে অবশ্যই স্পষ্ট অক্ষলে পদের নাম উল্লেখ করতে হবে ।

ঘ) সর্বসাকুল্য বেতনে চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্ত ১৪/০৭/২২৯২ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর ।

ঙ) সর্বসাকুল্য বেতনে নিয়োগকৃত জনবল অর্থ মন্ত্রণালয় কতৃর্ক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা মোতাবেক অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন ।

চ) Project Director, Centre for Environment & Climate Change Research (CECCR) Project -এর অনুকূলে যেকোনো তফশিলী ব্যাংক থেকে উল্লিখিত পদের জন্য ১০০/- (একশত) টাকা মৃল্যমানের পে-অর্ভার (অফেরতযোগ্য) আবেদনের সাতে সংযুক্ত করতে হবে ।

ছ) চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।

জ) অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যাতিরিকে বাতিল বলে গণ্য হবে ।

ঝ) কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে পারবেন ।

ঞ) নির্বাচনী পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।