গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিমান-বাহিনীতে এমওডিসি (এয়ার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।
পদের সংখ্যাঃ অনিদিষ্ট
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ বাংলাদেশ নৌ-বাহিনী
চাকরির ধরনঃ স্থায়ী, গ্রেড/বেতনস্কেলঃ নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে।
কর্মস্থলঃ ঢাকা।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ০৮ আগষ্ট ২০২১ খ্রিঃ, সকালঃ১০.০০ টা
আবেদনের শেষ তারিখঃ ৩১ আগষ্ট ২০২১ খ্রিঃ; বিকালঃ০৫.০০টা
আবেদন ফিঃ ১৫০/- টাকা
চাকরির বিবরণঃ
বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি (এয়ার) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিম্নে্র স্থায়ী পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহ্ববান করা যাচ্ছেঃ
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সংক্রান্ত শর্তাবলীঃ
শিক্ষাগত যোগ্যতাঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগে) / সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পর্দাথ পরীক্ষায় জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে।
বয়সঃ ১৬-২১ বছর
আবেদনের শর্ত ও নিয়মাবলীঃ
এমওডিসি (এয়ার) পদে চাকরির আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত ও নিয়মাবলী প্রযোজ্য হবে –
আবেদনের শর্তাবলীঃ
শারীরিক মানঃ ( ন্যূনতম )
শারীরিক যোগ্যতা | পুরুষ | মহিলা |
ক। উচ্চতাঃ | ১৬৭.৬৪ সে. মি.(৫’-৪”) | ১৫৭.১৬২ সে. মি. (৫’-০”) |
খ। ওজনঃ | ৫০ কেজি | ৪৮ কেজি |
গ। বুকের মাপঃ |
স্বাভাবিকঃ ৭৬ সে.মি. (৩০“) সম্প্রসারিতঃ ৮১ সে.মি. (৩২“) |
স্বাভাবিকঃ ৭২ সে.মি. (২৮“) সম্প্রসারিতঃ ৭৬ সে.মি. (৩০“)
|
এখানে উল্লেখ যে, নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে তা অযোগ্য বলে বিবেচিত হবে
- মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা / শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়স ১৬.৫ থেকে ২৩ বছরে হতে হবে। এক্ষেত্রে এভিডেভিট গ্রহন যোগ্য নহে।
- আগামী ২৭-০৩-২০২২ খ্রি.তারিখে আবেদনকারীর বয়স ১৬ থেকে ২১ এর মধ্যে হতে হবে।
- সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি।
- বর্তমান/ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কৃর্তক চারিত্রক সনদ।
- স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম-নিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি
- বর্তমান ঠিকানা সহ ৯” x ৪” আকারের একটি ফেরত খাম ।
- আবেদনকারীকে তার শিক্ষাগত সংক্রান্ত তথ্য আবেদনে উল্লেখ করতে হবে।
- লিখিত/মৌখিক/ব্যবহারিক পরিক্ষায় অংশগ্রহন করার জন্য কন প্রকার টি এ /টি ডি প্রদান করা হবে না।
- কর্তৃপক্ষ জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলিঃ
আবেদন নিয়ম: অনলাইন পদ্ধতি সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে apply Now’- ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিষ্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) পরিশােধ করা হলে রেজিস্ট্রিকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘Login’-এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়ােজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
কোন জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন না
মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, লক্ষ্মীপুর, জয়পুরহাট, পাবনা, নাটোর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলার বাসিন্দারা আবেদনের অযোগ্য। এসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।