গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১।
পদের সংখ্যাঃ অসংখ্য ।
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ বাহিনীত।
চাকরির ধরনঃ স্থায়ী, গ্রেড/বেতনস্কেলঃ ১০ম গ্রেড/ ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
কর্মস্থলঃ সকল জেলা।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ০৮ অক্টোবর ২০২১ খ্রিঃ, সকালঃ১০.০০ টা
আবেদনের শেষ তারিখঃ ০৪ নভেম্বর ২০২১ খ্রিঃ; বিকালঃ০৫.০০টা
আবেদন ৩০/- টাকা
চারির বিবরণঃ
বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে আবেদনের জন্য আহ্ববান করা যাচ্ছেঃ
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সংক্রান্ত শর্তাবলীঃ
শিক্ষাগত যোগ্যতাঃ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নুন্যতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
বয়সঃ আবেদনের জন্য প্রার্থীদের বয়স ০৮ অক্টোবর ২০২১ তারিখে ১৯ থেকে ২৭ বছর হতে হবে। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম করেছেন তারাও আবেদন করতে পারবেন।
আবেদনের শর্ত ও নিয়মাবলীঃ
সাব-ইন্সপেক্টর (এসআই) পদে চাকরির আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত ও নিয়মাবলী প্রযোজ্য হবে –
আবেদনের শর্তাবলীঃ
শারীরিক মানঃ ( ন্যূনতম )
শারীরিক যোগ্যতা | পুরুষ | মহিলা |
ক। উচ্চতাঃ | ৫ ফুট ৬ ইঞ্চি | ৫ ফুট ৪ইঞ্চি |
খ। ওজনঃ | প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে। | প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে। |
গ। বুকের মাপঃ |
স্বাভাবিকঃ ৩১ ইঞ্চি সম্প্রসারিতঃ ৩৩ ইঞ্চি |
|
ঘ। দৃষ্টিশক্তি |
৬/৬ |
৬/৬ |
এখানে উল্লেখ যে, নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে তা অযোগ্য বলে বিবেচিত হবে
- মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা / শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়স শিথিল যোগ্য হবে। এক্ষেত্রে এভিডেভিট গ্রহন যোগ্য নহে।
- এসএসসি/সমমান সার্টিফিকেটে উল্লিখিত জন্মতারিখই চুড়ান্ত বলে গণ্য হবে।
- শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।
- আবেদনকারীকে তার শিক্ষাগত সংক্রান্ত তথ্য আবেদনে উল্লেখ করতে হবে।
- লিখিত/মৌখিক/ব্যবহারিক পরিক্ষায় অংশগ্রহন করার জন্য কন প্রকার টি এ /টি ডি প্রদান করা হবে না।
- কর্তৃপক্ষ জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে।