উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Upazila Nirbahi Officer Job Circular)। উপজেলা নির্বাহী অফিসার, সাভার, এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভার স্মারক নং- ১২.০১.২৬৭২.০১০.৪০.০৭৯.১২.১৩৫০, তারিখ: ০৪.১২.২০২৩ খ্রি: তারিখে মাসিক সভার কার্যবলীয় নির্দেশনা মোতাবেক সাভার উপজেলার ০২ নং স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে ০১ (এক) জন বিসিআইসি সার ডিলার নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

এক নজরে

চাকরির ধরনঃসরকারি চাকরি (Govt Jobs)
প্রতিষ্ঠানঃউপজেলা নির্বাহী অফিসার (UNO)
পদের নামঃএকাধিক
পদের সংখ্যাঃ
কর্মস্থলঃসমগ্র বাংলাদেশ
বেতনঃবাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ
আবেদনের শেষ তারিখঃ০৩ জানুয়ারি ২০২৪ ইং
রেটিং দিনঃ
4.5/5 - (12 votes)

চাকরির বিবরণ

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Upazila Nirbahi Officer Job Circular)মোট পদের সংখ্যাঃ -টি। সরকারি চাকরি প্রার্থীরা বা আগ্রহীরা ০৩ জানুয়ারি ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিক গুলো এবং আবেদনের নিয়ম বা শর্তাবলী নীচে দেয়া হলোঃ

শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা

  • ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাঃ
  • অভিজ্ঞতাঃ প্রযোজ্য নহে।
  • সর্বোচ্চ বয়সঃ ৩০ বৎসর (বয়স নির্ধারণের জন্য বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন)

তারিখ, আবেদন ফি ও অন্যান্য

  • প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর ২০২৩ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ০৩ জানুয়ারি ২০২৪ ইং
  • প্রকাশের মাধ্যমঃ অফিশিয়াল ওয়েবসাইট
  • নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং/সূত্রঃ ১২.০১.২৬৭২.০১০.৯৯.০৯৬.১২.৫৫.১৩৫০/১
  • আবেদনের মাধ্যমঃ ডাকযোগে
  • আবেদন ফিঃ ৫০০/- টাকা

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Upazila Nirbahi Officer Job Circular)   আবেদনের নিয়ম ও শর্তাবলী নীচে দেয়া হলো।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

১. ডিলারশীপের জন্য আবেদনকারীর যোগ্যতাঃ

  • (ক) তাকে সংশ্লিষ্ট ইউনিয়নের/উপজেলার/ জেলার বাসিন্দা হতে হবে ও এর প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র এবং ইউনিয়ন/পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।
  • (খ) নিজ মালিকানা অথবা তাড়ায় ইউনিয়ন পরিষদের/পৌরসভা বিক্রয়কেন্দ্রসহ কমপক্ষে ৫০ মেঃটন ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম থাকতে হবে।
  • (গ) বস্তাবন্দী সার যথাযথভাবে সংরক্ষণের জন্য গুদামটির ভিটি উঁচু ও পাকা থাকতে হবে।
  • (ঘ) আবেদনকারীকে আর্থিক ভাবে সচ্ছল হতে হবে আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে তাঁর কমপক্ষে ৫০০ (পাঁচ) লক্ষ টাকার ব্যাংক সচ্ছলতার প্রমাণ থাকতে হবে।
  • (ঙ) ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স থাকতে হবে।
  • (চ) আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
  • (ছ) ইতোপুর্বে শাক্তিমুলক ব্যবস্থা হিসাবে কারও সার ডিলারশীপ বাতিল হয়ে থাকলে তিনি আবেদনের অযোগ্য হবেন।

২. আবেদনপত্র জমাদানের শর্তাবলীঃ

(ক) আবেদনকারীকে নিজস্ব প্যাডে আবেদনপত্র দাখিল করতে হবে।

(খ) আবেদনপত্রে সংগে জন্ম নিবন্ধন সনদ বা এসএসসি / সমমান পরীক্ষার সনদ, সাম্প্রতিককালে তোলা পাসর্পোট সাইজের ছবি (৪ ক), ট্রেড লাইসেন্সের কপি, দোকান/গুলামের মালিকানার দলিলাদি অথবা ভাড়া চুক্তিনামার কপি এবং ব্যাংক সচ্ছলতার সনদের কপি সংশ্লিষ্ট উপজেলার প্রথম শ্রেণীর একজন গেজেটেড অফিসার কর্তৃক প্রত্যয়ন করে দাখিল করতে হবে।

(গ) ভিলারশীপের জন্য আবেদনকারীর ব্যবসার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে ও তার বিবরণ (প্রমাণাদিসহ) করতে হবে।

(ঘ) আবেদনপত্রের সংগে আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ৫০০.০০ (পাঁচশত) টাকার পোস্টাল অর্ডার/পেঅর্ডার/ডিমান্ড ড্রাফট এর মাধ্যমে উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর জমা দিতে হবে।

(ঙ) একই সাথে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (সভাপতি জেনা সার বীজ মনিটরিং কমিটি) বরাবরে আর্নেস্ট মানি বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট (ফেরতযোগ্য) সংযোজন করতে হবে। আবেদনপত্র যাচাইকালে কোনরূপ তথ্যগত বা দালিলিক অসভ্যতা অথবা সংযোজিত কাগজপত্র তুয়া বা জান বলে প্রমাণিত হলে উক্ত আবেদন পত্র বাতিল ঘোষণা করা হবে এবং আর্নেস্টমানি বাবদ হুমাকৃত ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট বাজেয়াপ্ত করা হবে। ফুপাফল প্রকাশের পর জেলা প্রশাসক অসফল আবেদনকারীর আর্নেস্ট মানি বাবদ জমাকৃত ৫,০০০/ (পাঁচ হাজার) টাকা ১০ (দশ) কর্মদিবসের মধ্যে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন। সকল আবেদনকারীর আর্নেস্ট মানি বিসিআইসির সাথে চুক্তি স্বাক্ষরের পর ফেরত প্রদান করা হবে।

৩. আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও স্থানঃ

(ক) ০৩/০১/২০২৪ খ্রি: তারিখ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত।
(খ) উপজেলা নিবাহী অফিসার সাতার, ঢাকা দপ্তরে জমা করতে হবে। কোন কারণ দর্শানো ব্যাতিরেকে যেকোন আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

অফিশিয়াল সার্কুলারঃ উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সার্কুলার PDF