আর্মড পুলিশ ব্যাটেলিয়ান হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আর্মড পুলিশ ব্যাটেলিয়ান হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (APBN Job Circular)। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজে নিম্নবর্ণিত পদসমূহে যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে।

এক নজরে

চাকরির ধরনঃসরকারি চাকরি (Govt Jobs)
প্রতিষ্ঠানঃআর্মড পুলিশ ব্যাটেলিয়ান হেডকোয়ার্টার্স (APBN)
পদের নামঃএকাধিক
পদের সংখ্যাঃ১৪
কর্মস্থলঃসমগ্র বাংলাদেশ
বেতনঃবাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃস্নাতকোত্তর এবং অষ্টম শ্রেণি পাশ
আবেদনের শেষ তারিখঃ১৭ ডিসেম্বর ২০২৩ ইং
রেটিং দিনঃ
2.5/5 - (10 votes)

চাকরির বিবরণ

আর্মড পুলিশ ব্যাটেলিয়ান হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (APBN Job Circular)মোট পদের সংখ্যাঃ ০৪টি। সরকারি চাকরি প্রার্থীরা বা আগ্রহীরা ১৭ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিক গুলো এবং আবেদনের নিয়ম বা শর্তাবলী নীচে দেয়া হলোঃ

শূন্যপদ সমুহ

  • সহকারী শিক্ষক (০১ টি)
  • সহকারী শিক্ষক (বাংলা) (০২ টি)
  • বাস ড্রাইভার (০১ টি)
  • নৈশপ্রহরী (০৩ টি)

শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা

  • ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর এবং অষ্টম শ্রেণি পাশ
  • অভিজ্ঞতাঃ প্রযোজ্য নহে।
  • সর্বোচ্চ বয়সঃ ৩০ বৎসর (বয়স নির্ধারণের জন্য বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন)

বেতন স্কেল ও গ্রেড

  • বেতন স্কেলঃ ১৪,০০০/- টাকা, ১২,০০০/- টাকা, ৮,৫০০/- টাকা, ৮,২৫০/- টাকা।

তারিখ, আবেদন ফি ও অন্যান্য

  • প্রকাশের তারিখঃ ০৩ ডিসেম্বর ২০২৩ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ১৭ ডিসেম্বর ২০২৩ ইং
  • প্রকাশের মাধ্যমঃ অফিশিয়াল ওয়েবসাইট
  • নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং/সূত্রঃ ০০০০
  • আবেদনের মাধ্যমঃ ডাকযোগে
  • আবেদন ফিঃ ৭০০/- টাকা ও ৩০০/- টাকা

আর্মড পুলিশ ব্যাটেলিয়ান হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (APBN Job Circular) আবেদনের নিয়ম ও শর্তাবলী নীচে দেয়া হলো।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

১. ০১ ও ০২ নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতার সকল পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে।

২. ২ বৎসর সন্তোষজনকভাবে চাকুরি করার পর ০১ নং পদে ১২,৫০০-৩০২৩০/- টাকা বেতন স্কেলে এবং ০২ নং পদে ১১০০০-২৬৪৯০/- টাকা বেতন স্কেলে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, উৎসব ভাতা, সিএফ এবং অন্যান্য সুবিধাসহ চাকুরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

৩. আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্রের সাথে জীবনবৃত্তান্তসহ সংশ্লিষ্ট সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সরাসরি/ ডাকযোগে অথবা apbpscbogra@yahoo.com ই-মেইল এ (মূল কাগজপত্র ও ছবিসহ আবেদনপত্র স্ক্যান করে পাঠাতে হবে যাহার হার্ডকপি পরীক্ষা গ্রহণের দিন বা তার পূর্বেই অফিসে জমা দিতে হবে)। অধ্যক্ষ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, -এর বরাবরে দরখাস্ত প্রতিষ্ঠান কার্যালয়ে পৌঁছাতে হবে। আবেদনসমূহ যাচাই করে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত/ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে ফোন/ মোবাইলের মাধ্যমে জানানো হবে।

৪. ওয়ান ব্যাংক লিমিটেড, বগুড়া শাখায় STD – 0195150595004 নম্বরে ০১ ও ০২ নং পদের জন্য ৭০০/- (সাতশত) টাকা এবং ০৩ ও 0৪ নং পদের জন্য ৩০০ (তিনশত) টাকা (যা অফেরতযোগ্য) জমার মূল রশিদ/ ব্যাংক ড্রাফ্ট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

৫. নবম-দশম শ্রেণিতে পাঠদানে অভিজ্ঞতাসম্পন্ন বিএড ডিগ্রিধারী এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৬. বাস ড্রাইভার পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

৭. প্রতিষ্ঠানের প্রয়োজনে বিজ্ঞাপনে উল্লেখিত পদসমূহের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা এবং কোন কারণ ছাড়া কর্তৃপক্ষ এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।