Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the disabled-source-disabled-right-click-and-content-protection domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/freemium/domains/sorkarichakri.org/public_html/wp-includes/functions.php on line 6121

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/freemium/domains/sorkarichakri.org/public_html/wp-includes/functions.php on line 6121

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharethis-share-buttons domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/freemium/domains/sorkarichakri.org/public_html/wp-includes/functions.php on line 6121

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/freemium/domains/sorkarichakri.org/public_html/wp-includes/functions.php on line 6121
বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Bangladesh Shipping Corporation Job Circular)। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিম্নে উল্লেখিত শূন্যপদে সরাসরি নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে পুনরায় দরখাস্ত আহবান করা যাচ্ছে। পুরণযোগ্য পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যের বিবরণ নিম্নরূপঃ-

এক নজরে

চাকরির ধরনঃসরকারি চাকরি (Govt Jobs)
প্রতিষ্ঠানঃবাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC)
পদের নামঃএকাধিক
পদের সংখ্যাঃ০২
কর্মস্থলঃসমগ্র বাংলাদেশ
বেতনঃবাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ
আবেদনের শেষ তারিখঃ২৪ ডিসেম্বর ২০২৩ ইং
রেটিং দিনঃ
4.4/5 - (14 votes)

চাকরির বিবরণ

বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Bangladesh Shipping Corporation Job Circular)মোট পদের সংখ্যাঃ ০২টি। সরকারি চাকরি প্রার্থীরা বা আগ্রহীরা ২৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিক গুলো এবং আবেদনের নিয়ম বা শর্তাবলী নীচে দেয়া হলোঃ

শূন্যপদ সমুহ

  • উপ-মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) (০১ টি)
  • উপ-মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন এন্ড অপারেশন) (০১ টি)

শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা

  • ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাঃ প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মোটর)।
  • অভিজ্ঞতাঃ সমুদ্রগামী জাহাজ ৩ বৎসরের অভিজ্ঞতা।
  • সর্বোচ্চ বয়সঃ ৪০ বৎসর (বয়স নির্ধারণের জন্য বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন)

বেতন স্কেল ও গ্রেড

  • বেতন স্কেলঃ ৫২,২০০ – ৭৪,৩৪০/- টাকা।
  • গ্রেডঃ

তারিখ, আবেদন ফি ও অন্যান্য

  • প্রকাশের তারিখঃ ০৬ ডিসেম্বর ২০২৩ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ২৪ ডিসেম্বর ২০২৩ ইং
  • প্রকাশের মাধ্যমঃ অফিশিয়াল ওয়েবসাইট
  • নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং/সূত্রঃ ১৮.১৬.০০০০.৩৫২.১১.০১১.২৩
  • আবেদনের মাধ্যমঃ অনলাইনে
  • আবেদন ফিঃ ৬০০/- টাকা

বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Bangladesh Shipping Corporation Job Circular) আবেদনের নিয়ম ও শর্তাবলী নীচে দেয়া হলো।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

১. এ বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে বিএসসি’র নিজস্ব অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সে লক্ষ্যে www.job.bsc.gov.bd এই ওয়েবসাইটে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম এবং পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে। আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদেরকে এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার সময় স্থান ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে যথাসময়ে অবহিত করা হবে।

আবেদনের সময়সীমাঃ

i. ০৬ ডিসেম্বর, ২০২৩ সময়: সকাল ৯.০০ ঘটিকা।
ii. ২৪ ডিসেম্বর, ২০২৩ সময়: রাত ১২.০০ ঘটিকা।

২. বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিয়োগ পরীক্ষা, ২০২৩ এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলি, পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি বিএসসি’র নিজস্ব ওয়েবসাইট www.bsc.gov.bd এ পাওয়া যাবে।

৩. ক্রমিক ১ ও ২ নম্বর (উপ-মহাব্যবস্থাপক) পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকা (অফেরৎযোগ্য)।

  • (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র;
  • (খ) অভিজ্ঞতার সনদপত্র;
  • (গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
  • (ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
  • (ঙ) জাতীয় পরিচয়পত্র (NID);
  • (চ) C.D. C (Continuous Discharge Certificate);
  • (ছ) প্রথম শ্রেণীর কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক/মোটর); ইত্যাদির মূল সনদপত্র এবং
  • (জ) সম্প্রতি তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।

৪. এছাড়া, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপিসহ উপর্যুক্ত সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় বাছাই কমিটির কাছে জমা প্রদান করতে হবে।

৫. বিজ্ঞপ্তিতে উল্লিখিত ২৪-১২-২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪০ (চল্লিশ) বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.সি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে লিপিবন্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসেবে গন্য হবে এবং বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট (Affidavit ) গ্রহণযোগ্য হবে না।

৬. (ক) নির্বাচনী পরীক্ষায় (লিখিত-মৌখিক)/সাক্ষাৎকার -এ অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

(খ) জিপিএ তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভাগ/শ্রেণী নির্ধারণের জন্য এতদবিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে।

(গ) কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঘ) সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে; কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।

(ঙ) বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি বা বাতিল/ প্রত্যাহারের করে। তাছাড়া, নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

(চ) আবেদনপত্র গ্রহণ, বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে কোন কারণ দর্শানো কর্পোরেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে। এ বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।