পেট্রোলিয়াম ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পেট্রোলিয়াম ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (BPI Job Circular)। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট (বিআই) কর্তৃক নিম্নবর্ণিত পদসমূহে (শর্তাদি পূরণ সাপেক্ষে) প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

এক নজরে

চাকরির ধরনঃসরকারি চাকরি (Govt Jobs)
প্রতিষ্ঠানঃপেট্রোলিয়াম ইন্সটিটিউট (BPI)
পদের নামঃএকাধিক
পদের সংখ্যাঃ০৪
কর্মস্থলঃসমগ্র বাংলাদেশ
বেতনঃবাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃস্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখঃ১৯ মার্চ ২০২৪ ইং
রেটিং দিনঃ
5/5 - (3 votes)

চাকরির বিবরণ

পেট্রোলিয়াম ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (BPI Job Circular)মোট পদের সংখ্যাঃ ০৩টি। সরকারি চাকরি প্রার্থীরা বা আগ্রহীরা ১৯ মার্চ ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিক গুলো এবং আবেদনের নিয়ম বা শর্তাবলী নীচে দেয়া হলোঃ

শূন্যপদ সমুহ

  • ১. পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
    পদসংখ্যা: ০১টি
    যোগ্যতা: স্নাতকোত্তর।
    বেতন স্কেল: ৫০,০০০ – ৭১,২০০/- টাকা (গ্রেড-৪)

 

  • ২. পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (এস ও)
    পদসংখ্যা: ০২টি
    যোগ্যতা: স্নাতকোত্তর।
    বেতন স্কেল: ২২,০০০ – ৫৩,০৬০/- টাকা (গ্রেড-৯)

 

  • ৩. পদের নাম: হিসাব-রক্ষক কাম ক্যাশিয়ারপদসংখ্যা: ০১টি
    যোগ্যতা: স্নাতকোত্তর।
    বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)

বয়স ও অভিজ্ঞতা

  • অভিজ্ঞতাঃ প্রযোজ্য নহে।
  • সর্বোচ্চ বয়সঃ ৩০ বৎসর (বয়স নির্ধারণের জন্য বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন)

তারিখ, আবেদন ফি ও অন্যান্য

  • প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি ২০২৪ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ১৯ মার্চ ২০২৪ ইং
  • প্রকাশের মাধ্যমঃ অফিশিয়াল ওয়েবসাইট
  • নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং/সূত্রঃ ২৮.০৪.০০০০.০০৩.১১.০০১.১৯-২৮
  • আবেদনের মাধ্যমঃ অনলাইনে
  • আবেদন ফিঃ ৬৬৯/- টাকা ও ২২৩/- টাকা।

পেট্রোলিয়াম ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (BPI Job Circular) আবেদনের নিয়ম ও শর্তাবলী নীচে দেয়া হলো।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

১. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

২. আবেদনকারীর বয়সসীমা ২ ও ৩ নং বর্ণিত পদের জন্য ০১/০২/২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৩. সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্ত্বশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।

৪. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৫. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬. এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.bpi.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।

৭. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ নিয়োগ কার্যক্রমের আংশিক/ সম্পূর্ণ পরিবর্তন/ বাতিল/ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে এবং এক্ষেত্রে নিয়োগকারী কৃর্তপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৮. নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

৯. লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে ও BPI এর ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হবে।

১০. লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বহন করলে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।

১১. কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২. মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা এবং প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে ২ ও ৩ নং বর্ণিত পদের জন্য ০১/০২/২০২৪ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

১৩. উল্লিখিত পদ সমূহের ক্ষেত্রে প্রার্থী মুক্তিযুদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা এবং প্রতিবন্ধী কোটায় আবেদন করতে চাইলে online-এ আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে।

১৪. আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

i. আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ১০.০০ ঘটিকা।
ii. আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ: ১৯ মার্চ ২০২৪, বিকাল ০৫.০০ ঘটিকা।

Online-এ আবেদনের পদ্ধতি:

(ক) বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট এর নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে http://bpi.teletalk.com.bd ঠিকানায় গিয়ে Online Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

(খ) Application From পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই Mandatory (লাল তারকা চিহ্নিত) Field গুলো পূরণ করতে হবে।

(গ) Application Form এ Color photo এবং Signature Upload করার জন্য ৩০০x300 pixel কালার ছবি যা 100 KB এর অধিক হবে না এবং সাদা কাগজে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর করতে হবে (টাইপ/মুদ্রণ নয়) যা 300×80 Pixel হতে হবে এবং কোনভাবেই 60 KB এর অধিক হবে না।

(ঘ) সঠিকভাবে Application Form পূরণের পর প্রার্থীকে Submit বাটন -এ ক্লিক করে চূড়ান্তভাবে Application Form Submit করতে হবে।

(ঙ) চূড়ান্তভাবে Submission করার পরে User ID সহ (যা এসএমএস এর মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে) প্রার্থী একটি Applicant's copy পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

(চ) অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য BPI এর ওয়েব সাইট (http://www.bpi.gov.bd) নিয়মিত Visit করতে হবে। তাছাড়া আবেদন ফরম পূরণের ক্ষেত্রে কোন অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম হতে ১২১ এ কল করতে হবে অথবা Vas.query@teletalk.com.bd কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

(ছ) পরীক্ষার ফি জমা প্রদান: Applicant's copy তে প্রাপ্ত User ID ব্যবহার করে নির্দষ্ট সময়ের মধ্যে টেলিটকের Prepid নাম্বারে SMS এর মাধ্যমে BPI নিয়োগ পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ ও ২ নং এর বর্ণিত পদের জন্য ৬৬৯/- টাকা এবং ৩ নং এ বর্ণিত পদের জন্য ২২৩/- টাকা Applicant's copy submit করার অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

প্রথম SMS: BPI <Space> USER ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BPI 654789 and send to 16222। উক্ত SMS পাঠানোর পর Teletalk হতে প্রার্থীকে স্বাগতম জানিয়ে একটি PIN নম্বর এবং পরীক্ষার ফি জমাদানের নির্দেশ দেয়া হবে। নির্দেশমতে প্রার্থী।
২য় SMS: BPI <Space> YES <Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : BPI YES 12145214 and send to 16222.

উক্ত SMS প্রাপ্তির পর teletalk হতে SMS এর মাধ্যমে প্রার্থীকে পরীক্ষার ফি জমাদান নিষ্পন্ন হয়েছে মর্মে অবহিতকরণপূর্বক USER ID and PASSWORD প্রদান করা হবে।

(জ) পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষার কেন্দ্র ও Admit card (প্রবেশপত্র) প্রাপ্তি Admit card (প্রবেশপত্র) ডাউনলোড /প্রিন্ট করার নির্ধারিত সময়সীমা SMS / Online Notice এর মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে উক্ত USER ID ও PASSWORD ব্যবহার করে প্রার্থী Admit card (প্রবেশপত্র) ওয়েসাইট (http: BPI.teletalk.com.bd) থেকে ডাউনলোড/প্রিন্ট করতে পারবেন। উক্ত Admit card (প্রবেশপত্র) এ পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র উল্লেখ থাকিবে।

*** উল্লেখ্য, ক্রমিক নং ১-এ বর্ণিত পদের বিপরীতে অভিজ্ঞতার সনদ এবং রিসার্চ পেপার-এর পিডিএফ কপি বিপিআই এর ই-মেইল adadm@bpi.gov.bd– এ আবেদনপত্র জমাদানের সর্বশেষ তারিখ হতে পরবর্তী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে প্রেরণ করতে হবে। উক্ত সময়ের মধ্যে অভিজ্ঞতার সনদ এবং রিসার্চ পেপার- এর পিডিএফ কপি জমা প্রদান না করিলে আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হবে।

অফিশিয়াল সার্কুলারঃ পেট্রোলিয়াম ইন্সটিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সার্কুলার PDF