পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Municipal Office Job Circular)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার স্মারক নং ৪৬.০০.০০০০.০৬৩.১১.০১৬.২২.১৬৮৪; তারিখঃ ১৩ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখের জনবল নিয়োগের ছাড়পত্রের আলোকে বরগুনা পৌরসভার সংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত পদসমূহের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
এক নজরে
চাকরির ধরনঃ | সরকারি চাকরি (Govt Jobs) |
প্রতিষ্ঠানঃ | পৌরসভা কার্যালয় (Municipal Office) |
পদের নামঃ | একাধিক |
পদের সংখ্যাঃ | ০৯ |
কর্মস্থলঃ | সমগ্র বাংলাদেশ |
বেতনঃ | বাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী |
শিক্ষাগত যোগ্যতাঃ | স্নাতকোত্তর, অষ্টম শ্রেণি পাশ, এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/সমমান |
আবেদনের শেষ তারিখঃ | ২০ ডিসেম্বর ২০২৩ ইং |
রেটিং দিনঃ |
4.7/5 - (3 votes) |
চাকরির বিবরণ
শূন্যপদ সমুহ
- কোষাধ্যক্ষ (০১ টি)
- সহকারী কর আদায়কারী (০১ টি)
- সহকারী লাইসেন্স পরিদর্শক (০১ টি)
- কসাইখানা পরিদর্শক (০১ টি)
- টিকাদার (মহিলা) (০১ টি)
- নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (০১ টি)
- নলকূপ মিস্ত্রি (০১ টি)
- অফিস সহায়ক (০১ টি)
- দারোয়ান (০১ টি)
শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা
- ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর, অষ্টম শ্রেণি পাশ, এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/সমমান।
- অভিজ্ঞতাঃ প্রযোজ্য নহে।
- সর্বোচ্চ বয়সঃ ৩০ বৎসর (বয়স নির্ধারণের জন্য বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন)
বেতন স্কেল ও গ্রেড
- বেতন স্কেলঃ ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা, ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা, ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা, ৯,০০০ – ২১,৮০০/- টাকা ও ৮,২৫০ – ২০,০১০/- টাকা।
- গ্রেডঃ ১৪ তম গ্রেড, ১৫ তম গ্রেড, ১৬ তম গ্রেড, ১৭ তম গ্রেড ও ২০ তম গ্রেড।
তারিখ, আবেদন ফি ও অন্যান্য
- প্রকাশের তারিখঃ ০৬ ডিসেম্বর ২০২৩ ইং
- আবেদনের শেষ তারিখঃ ২০ ডিসেম্বর ২০২৩ ইং
- প্রকাশের মাধ্যমঃ অফিশিয়াল ওয়েবসাইট
- নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং/সূত্রঃ ৪৬.০০.০৪৪০.১০১.৩৬.০০১.২৩-১০৪১
- আবেদনের মাধ্যমঃ ডাকযোগে
- আবেদন ফিঃ ৫০০/- টাকা
পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Municipal Office Job Circular) আবেদনের নিয়ম ও শর্তাবলী নীচে দেয়া হলো।
আবেদনের নিয়ম ও শর্তাবলী
১. আগ্রহী প্রার্থীকে আগামী ২০.১২.২০২৩ খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে অফিস চলাকালীন সময়ের মধ্যে মেয়র বরগুনা পৌরসভা বরাবরে আবেদন পৌঁছাতে হইবে। নির্ধারিত তারিখের পরে কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনের সাথে প্রার্থীর বর্তমান ঠিকানা সম্বলিত ১০/- টাকা মূল্যমানের ডাক টিকিটযুক্ত ৯.৫x৪.৫ ইঞ্চি ফেরত খাম দিতে হবে। সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
২. ২০.১২.২০২৩ খ্রি. তারিখে সাধারণ প্রার্থী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮- ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৩. আবেদনপত্রে পদের নাম, বিজ্ঞপ্তি নাম্বার, তারিখ, প্রার্থীর নাম (বাংলা ও ইংরেজীতে বড় অক্ষরে), জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নাম্বার, জন্ম তারিখ (দিন মাস বৎসর), জন্মস্থান (জেলা), ২০.১২.২০২৩ খ্রি. তারিখে প্রার্থীর বয়স (দিন মাস বৎসর), পিতা/স্বামীর নাম, মাতার নাম, ঠিকানা (বর্তমান ও স্থায়ী), যোগাযোগ নাম্বার, জাতীয়তা, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম, পেশা, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, পাশের সন, বোর্ড/বিশ্ববিদ্যালয়, গ্রেড/শ্রেণী/বিভাগ), অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে), অভিজ্ঞাত (যদি থাকে), কোটা (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ পুত্র-কন্যার পুত্র-কন্যা, এতিম ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য ও অন্যান্য) উল্লেখ করিতে হইবে।
৪. আবেদনের সাথে সদ্য তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতাসহ সকল সনদের সত্যায়িত কপি, সিটি কর্পোরেশন/পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের সত্যায়িত কপি, চারিত্রিক সনদের কপি এবং মেয়র, বরগুনা পৌরসভা বরাবরে ৫০০/- (পাঁচশত) টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
৫. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি এবং অন্যান্য কোটার ক্ষেত্রে দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র সত্যায়িত কপি দাখিল করতে হবে।
৬. সকল ক্ষেত্রে সত্যায়নকারী প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম পদবী সম্বলিত সীল ব্যবহার করতে হবে।
৭. চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৮. সরকারী বিধি মোতাবেক সকল কোটা অনুসরণ করা হবে।
৯. একাধিক পদে আবেদনকারী প্রার্থীগণ একটি পদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
১০. নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে।
১১. লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/ অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি নিয়োগ কমিটির সদস্য-সচিব বরাবর দাখিল করতে হবে।
১২. এ নিয়োগে পৌরসভা কর্মচারী চাকুরী বিধিমালা ১৯৯২ এবং এ সংক্রান্ত অন্যান্য সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
১৩. চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষায় কোন বিরূপ তথ্য পাওয়া গেলে তিনি নিয়োগ লাভে অযোগ্য বলে বিবেচিত হবেন।
১৪. কোন তথ্য গোপন করে, ভুল তথ্য প্রদান করে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলকরত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫. ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে বিবেচনা করা হবে।
১৬. নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন-ভাতাদি পৌরসভার নিজস্ব/রাজস্ব তহবিল হতে প্রদান করা হবে।
১৭. কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থানে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৮. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রম স্থগিত অথবা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
অফিশিয়াল সার্কুলারঃ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সার্কুলার PDF