Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the luckywp-table-of-contents domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/freemium/domains/sorkarichakri.org/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/freemium/domains/sorkarichakri.org/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math-pro domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/freemium/domains/sorkarichakri.org/public_html/wp-includes/functions.php on line 6114
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ ও প্রশ্নোত্তর

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩ [PDF] ও প্রশ্নোত্তর [MCQ]

পদ্মা সেতু / PADMA BRIDGE (সরকারি নামঃ পদ্মা বহুমুখী সেতু) শুধুমাত্র বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার নিদর্শন নয়, পদ্মা সেতু বাংলাদেশের একটি অহংকারের নাম। পদ্মা নদীর উপর নির্মিত এই সড়ক ও রেল সেতুটি বাংলাদেশের দীর্ঘতম সেতু যা ২৫ জুন ২০২২ ইং তারিখে উদ্বোধন করা হয় এবং ২৬ জুন ২০২২ ইং তারিখে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান PDF আকারে এই নিবন্ধের নীচে দেয়া আছে।

২০০১ সালের ৪ জুলাই মাওয়া-জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৬-২০০৭ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, তৎকালীন বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge) নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে।

সূচীপত্র দেখুন

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু, পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। পদ্মা সেতুর মাধ্যমে ের লৌহজংয়ের সাথে জেলা যুক্ত হয়েছে।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হয় ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন-ভাতা ইত্যাদি। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী, সেতু নির্মাণে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দেয় সরকার। ১ শতাংশ সুদ হারে ৩৫ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। শুরুতে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের কথা থাকলেও পরে দূর্নীতির অভিযোগ তুলে তারা পরবর্তীতে এই প্রকল্পের অর্থায়ন থেকে সরে দাড়ায়।

পদ্মা সেতুর টোল

পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু বিভাগ কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নিম্নরূপঃ

মোটরসাইকেল ১০০ টাকা। কার ও জিপের জন্য ৭৫০ টাকা আর পিকআপের জন্য ১২০০ টাকা দিতে হবে। মাইক্রোবাসে লাগবে ১৩০০ টাকা। ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২০০০ টাকা এবং বড় বাসে (৩ এক্সেল) ২৪০০ টাকা টোল দিতে হবে। ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ২৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা এবং ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) পার হতে ৬০০০ টাকা টোল দিতে হবে।

পায়ে হেটে পদ্মা সেতু পার হওয়া যাবে না।

পদ্মা সেতু উদ্বোধনের পর তিন মাসে মাওয়া ও জাজিরা প্রান্তে মোট টোল আদায় হয়েছে ২০০ কোটি টাকা। এই সময় সেতু পারাপার হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২টি যানবাহন। এই হিসাবে তিন মাসে সেতুর নির্মাণ ব্যয়ের শূন্য দশমিক ৬৬ শতাংশ উঠে এসেছে। এই হারে টোল আদায় হলে মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা উঠে যাবে ৩৮ বছরে। (আপডেটঃ ৩০ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ, সূত্রঃ  দৈনিক সমকাল)।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন

পদ্মা সেতু এখন পর্যন্ত বাংলাদেশে বাস্তবায়নকৃত সবচেয়ে বড় প্রজেক্ট। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই সম্পর্কে প্রশ্ন আসবে সেটাই স্বাভাবিক। আমরা এখানে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সন্নিবেশন করেছি, যা আপনাদেরকে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও প্রশ্নোত্তর (MCQ)

প্রশ্নঃ পদ্মা সেতুর সরকারি নাম কী?

উত্তরঃ পদ্মা সেতুর সরকারি নাম পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)

প্রশ্নঃ পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

প্রশ্নঃ পদ্মা সেতুর প্রকল্প নকশাকারী প্রতিষ্ঠানের নাম কী?

উত্তরঃ এইসিওএম (AECOM – Aecom Technology Corporation)

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে কত কিলোমিটার নদী শাসন করা হয়েছে?

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে ১৪ কিলোমিটার নদী শাসন করা হয়েছে।

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের কাজ কোন কোম্পানী করেছে?

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের কাজ করেছে সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড (Sinohydro Corporation Limited)

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্প এলাকায় মোট কতটি বৃক্ষ রোপন করা হয়েছে?

উত্তরঃ মোট ১ লক্ষ ৬৯ হাজার ৯৫৭ টি বৃক্ষ।

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে মোট কত জমি অধিগ্রহণ করা হয়েছে?

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে ২৫৪১.৭৯ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে।

প্রশ্নঃ পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে দায়িত্বপ্রাপ্ত কারা?

উত্তরঃ কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

প্রশ্নঃ পদ্মা বহুমুখী সেতুর ফলে দেশের সার্বিক জিডিপি (GDP) কতটুকু বৃদ্ধি পাবে?

উত্তরঃ ১.২৩ শতাংশ।

প্রশ্নঃ পদ্মা বহুমুখী সেতুর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি কতটুকু বৃদ্ধি পাবে?

উত্তরঃ ২.৩ শতাংশ।

প্রশ্নঃ পদ্মা সেতুর র সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কতটি জেলাকে সংযুক্ত করবে?

উত্তরঃ ১৯টি জেলাকে।

প্রশ্নঃ পদ্মা সেতুর ভৌত কাজকে কয়টি প্যাকেজে ভাগ করা হয়?

উত্তরঃ  মূলত পাঁচটি প্যাকেজে ভাগ করা হয়।

প্রশ্নঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।

প্রশ্নঃ পদ্মা সেতু কত কিলোমিটার?

উত্তরঃ পদ্মা সেতু ৬.১৫ কিলোমিটার।

প্রশ্নঃ পদ্মা সেতুর পিলার কয়টি?

উত্তরঃ পদ্মা সেতুর পিলার ৪২ টি।

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার ?

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে দুই পাড়ে ১৪ কিলোমিটার।

প্রশ্নঃ পদ্মা সেতুর স্প্যান কয়টি? 

উত্তরঃ পদ্মা সেতুর স্প্যান ৪১ টি।

প্রশ্নঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত কিলোমিটার ?

উত্তরঃ  পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার (২০,২০০ ফুট) প্রস্থ: ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট)

প্রশ্নঃ পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উত্তরঃ পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে ১৪ কিলোমিটার।

প্রশ্নঃ পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে ের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।

প্রশ্নঃ পদ্মা সেতুর পিলার সংখ্যা কয়টি ?

উত্তরঃ পদ্মা সেতুর পিলার সংখ্যা ৪২ টি ।

প্রশ্নঃ পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কয়টি ?

উত্তরঃ পদ্মা সেতুর স্প্যান সংখ্যা ৪১ টি।

প্রশ্নঃ পদ্মা সেতুর প্রস্থ কত?

উত্তরঃ পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার

প্রশ্নঃ পদ্মা সেতুর কাজ কবে শুরু হয়?

উত্তরঃ  ৭ ডিসেম্বর ২০১৪ সালে পদ্মা সেতুর কাজ শুরু হয়।

প্রশ্নঃ পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান কে?

উত্তরঃ পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

প্রশ্নঃ পদ্মা সেতুর স্প্যান কয়টি বসানো হয়েছে ?

উত্তরঃ পদ্মা সেতুর ৪১ টি স্প্যান বসানো হয়েছে।

প্রশ্নঃ পদ্মা সেতু বিশ্বের কততম সেতু?

উত্তরঃ পৃথিবীতে অসংখ্য সেতু রয়েছে। দৈর্ঘ্যের দিক বিবেচনায় পদ্মা সেতু হচ্ছে বিশ্বের ১২২ তম দীর্ঘ সেতু।

প্রশ্নঃ পদ্মা সেতুর দুই প্রান্তের জেলার নাম কি?

উত্তরঃ মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।

প্রশ্নঃ পদ্মা সেতুর বাজেট কত?

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

প্রশ্নঃ পদ্মা সেতু নির্মাণে কোন দেশ অর্থায়ন করেছে ?

উত্তরঃ বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করা হয়েছে।

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় কত?

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

প্রশ্নঃ পদ্মা সেতুর মূল সেতুতে মোট ব্যয় কত?

উত্তরঃ পদ্মা সেতুর মোট ব্যয় মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

প্রশ্নঃ পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত?

উত্তরঃ পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ২০২২ সালের ২৫ জুন।

প্রশ্নঃ পদ্মা সেতুর উচ্চতা কত?

উত্তরঃ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।

প্রশ্নঃ পদ্মা সেতুর প্রথম স্প্যান কবে বসে?

উত্তরঃ ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্পান বসে।

প্রশ্নঃ পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায় ?

উত্তরঃ পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে নিচ তলায়।

প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার ?

উত্তরঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩.১৮ কিলোমিটার।

প্রশ্নঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?

উত্তরঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?

উত্তরঃ পদ্মা সেতু প্রকল্পে জনবল প্রায় ৪ হাজার।

প্রশ্নঃ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ?

উত্তরঃ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।

প্রশ্নঃ পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উত্তরঃ পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।

প্রশ্নঃ প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?

উত্তরঃ প্রতি পিলারের জন্য পাইলিং ৬টি।

প্রশ্নঃ পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?

উত্তরঃ পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা ২৬৪টি।

প্রশ্নঃ পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উত্তরঃ চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

প্রশ্নঃ পদ্মা সেতুর প্রথম স্প্যান কোথায় বসানো হয়?

উত্তরঃ পদ্মা সেতুর প্রথম স্প্যান ৩৭ ও ৩৮ নম্বর খুটির পিলারের উপর বসানো হয়।

প্রশ্নঃ পদ্মা সেতুর শেষ ৪১ নম্বর স্প্যান কোথায় বসানো হয়?

উত্তরঃ পদ্মা সেতুর শেষ স্প্যান ১২ ও ১৩ নম্বর খুটির উপর বসানো হয়।

প্রশ্নঃ পদ্মা সেতুর ৪১‌টি স্প্যান বসাতে কতদিন সময় লাগে?

উত্তরঃ‌ পদ্মা সেতুর ৪১ টি স্প্যান বসাতে তিন বছর দুই মাস দশ দিন সময় লাগে।

প্রশ্নঃ বাংলাদেশের বর্তমানে দীর্ঘতম সেতুর নাম কি?

উত্তরঃ বাংলাদেশে বর্তমানে দীর্ঘতম সেতুর নাম হচ্ছে পদ্মা সেতু।

প্রশ্নঃ পদ্মা সেতুর প্রতিটি স্প্যান এর ওজন কত?

উত্তরঃ পদ্মা সেতুর প্রতিটি স্প্যান এর ওজন ৩২০০ টন।

প্রশ্নঃ পদ্মা সেতুর স্প্যান গুলোর মোট ওজন কত?

উত্তরঃ পদ্মা সেতুর স্প্যান গুলোর মোট ওজন ১১৬৩৮৮ টন।

প্রশ্নঃ পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের পরিমাণ কত?

উত্তরঃ পদ্মা সেতুতে ব্যবহৃত স্টিলের পরিমাণ ১৪৬০০০ মেট্রিক টন।

প্রশ্নঃ পদ্মা সেতুর সক্ষমতা কতটুকু?

উত্তরঃ পদ্মা সেতুর সক্ষমতা দৈনিক ৭৫ হাজার যানবাহন।

প্রশ্নঃ পদ্মা সেতুর আকৃতি কি রকম?

উত্তরঃ পদ্মা সেতুর আকৃতি ইংরেজি S অক্ষরের মতো।

প্রশ্নঃ পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা কত?

উত্তরঃ পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা রিক্টারস্কেলে ৯.১ মাত্রার কম্পন।

প্রশ্নঃ পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর?

উত্তরঃ পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।

প্রশ্নঃ কত বছরে পদ্মা সেতুর ব্যয় উঠে আসবে?

উত্তরঃ ৩৫ বছরে।

প্রশ্নঃ প্রধানমন্ত্রী কত টাকা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন?

উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ ২০০০ টাকা দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন।

প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর টোলের ট্রানজেকশন নাম্বার কতো?

উত্তরঃ ট্রানজেকশন নাম্বার – 0.0001

প্রশ্নঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তারিখে এবং কখন পদ্মা সেতু প্রথম টোল দেন?

উত্তরঃ তারিখ ২৫-০৬-২০২২, সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৫৯ সেকেন্ড।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান PDF

Download পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান PDF 2022 ফাইল। এই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান.pdf ফাইলটি Google Drive থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে সেভ করে নিন। চাইলে আপনি এটি প্রিন্ট করে রাখরে পারেন।

আমরা পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন (MCQ) গুলো যথাসম্ভব এখানে উল্লেখ করেছি। পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান pdf আকারে পেতে চাইলে বা এ সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আমাদের সাথে যোগাযোগ করুন।

5/5 - (1 vote)