পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Palli Bidyut Office Job Circular) পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নোক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ/ প্যানেল তৈরীর নিমিত্ত নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে নিম্নোক্ত শর্তসাপেক্ষে জেনারেল ম্যানেজার, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

এক নজরে

চাকরির ধরনঃসরকারি চাকরি (Govt Jobs)
প্রতিষ্ঠানঃপল্লী বিদ্যুৎ সমিতি (Palli Bidyut Office)
পদের নামঃএকাধিক
পদের সংখ্যাঃ০৫
কর্মস্থলঃসমগ্র বাংলাদেশ
বেতনঃবাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃএইচ.এস.সি/সমমান
আবেদনের শেষ তারিখঃ১১ জানুয়ারি ২০২৪ ইং
রেটিং দিনঃ
4/5 - (6 votes)

চাকরির বিবরণ

পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Palli Bidyut Office Job Circular)মোট পদের সংখ্যাঃ ০২টি। সরকারি চাকরি প্রার্থীরা বা আগ্রহীরা ১১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিক গুলো এবং আবেদনের নিয়ম বা শর্তাবলী নীচে দেয়া হলোঃ

শূন্যপদ সমুহ

  • ডাটা এন্ট্রি অপারেটর (মহিলা) (০২ টি)
  • নিরাপত্তা প্রহরী (০৩ টি)

শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা

  • ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাঃ এইচ.এস.সি/সমমান।
  • অভিজ্ঞতাঃ প্রযোজ্য নহে।
  • সর্বোচ্চ বয়সঃ ৩০ বৎসর (বয়স নির্ধারণের জন্য বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন)

বেতন স্কেল ও গ্রেড

  • বেতন স্কেলঃ ১৮,৩০০ – ৪৬,২৪০/- টাকা ও ১৫,৫০০ – ৩৯,১৭০/- টাকা।

তারিখ, আবেদন ফি ও অন্যান্য

  • প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর ২০২৩ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ১১ জানুয়ারি ২০২৪ ইং
  • প্রকাশের মাধ্যমঃ অফিশিয়াল ওয়েবসাইট
  • নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং/সূত্রঃ ২৭.১২.৩৮৪৭.৫৩২.০২.০০৮.২৩.৪৯৯৯
  • আবেদনের মাধ্যমঃ ডাকযোগে
  • আবেদন ফিঃ ১০০/- টাকা।

পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Palli Bidyut Office Job Circular) আবেদনের নিয়ম ও শর্তাবলী নীচে দেয়া হলো।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

১. উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) অথবা জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট (www.pbs.joypurhat.gov.bd) হতে নির্ধারিত আবেদন ফরম (ফরম নং পমাসপ ১১০-০০২, ভার্সন-০১) ডাউনলোড করে (পূরণযোগ্য প্রবেশপত্রসহ) স্বহস্তে যথাযথভাবে পূরণ করে আগামী ১১/০১/২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেনারেল ম্যানেজার, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, হানাইল বন্ধু, সদর রোড, জয়পুরহাট বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সশরীরে উপস্থিত হয়ে জমাকৃত আবেদনপত্র গৃহীত হবে না। উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বিবেচিত হবে না।

২. আগামী ১১/০১/২০২৪ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের প্রমাণক হিসেবে এসএসসি/সমমানের সনদপত্র বিবেচিত হবে। এক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।

৩. আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে ( সকল কাগজপত্র ও ছবি প্রথম শ্রেনীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও নাম পদবীসহ সীল থাকতে হবে):

  • (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
  • (খ) সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
  • (গ) জন্ম সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • (ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশন মেয়র বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
  • (ঙ) স্বনামধন্য কোন প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণে উত্তীর্ণের সনদপত্র (ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য)।
  • (চ) অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।

৪. যে কোন তফসিলি ব্যাংক থেকে জেনারেল ম্যানেজার, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর ১০০.০০ (একশত) টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে (পোষ্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)।

৫. জেলা কোটার প্রাপ্যতার ভিত্তিতে জেলা কোটার প্রাপ্যতা না থাকায় বান্দরবন, বগুড়া, , চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাইবান্ধা, যশোর, , জয়পুরহাট, , , , মেহেরপুর, নওগাঁ, , নীলফামারি, পঞ্চগড়, , , রংপুর, সিরাজগঞ্জ, জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। উল্লিখিত জেলা ব্যতিত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

৬. বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে নিয়োগের পূর্বমুহূর্ত পর্যন্ত কোন পদে বদলী/পদোন্নতির মাধ্যমে কোনো জেলা কোটা পূরণ হলে সে জেলার প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে না। উল্লেখ্য যে, নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত বিধি বিধান প্রতিপালনে সরকারি সর্বশেষ নির্দেশনা প্রযোজ্য হবে।

৭. সরকারি/ আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

৮. চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীকে প্রাথমিক অবস্থায় ০১ (এক) বৎসরের জন্য “অন-প্রবেশন” নিয়োগ করা হবে। প্রার্থীকে যোগদানের সময় স্থানীয় সিভিল সার্জন/পবিসের রিটেইনার ডাক্তারের নিকট হতে সুস্থ্যতার সার্টিফিকেট, স্বীকৃত চক্ষু বিশেষজ্ঞের নিকট হতে চোখের সুস্থতার সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) দাখিল করতে হবে।

অন-প্রবেশনে থাকাকালীন অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে সম্পাদন, বাপবিবো কর্তৃক আয়োজিত নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ, বাৎসরিক কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে (পবিস নির্দেশিকা ৩০০-১৪, ৩০০-১৭, ৩০০-২৪ এবং ৩০০-৫১ মোতাবেক) শর্তসাপেক্ষে সমিতির নিজস্ব বেতন কাঠামোর নির্ধারিত বেতন স্কেলে নিয়মিত করা হবে।

৯. ইতঃপূর্বে কোন পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত/ বরখাস্ত/ স্বেচ্ছায় পদত্যাগকারী কারো উক্ত পদে আবেদন করার প্রয়োজন নেই। প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কোন তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তদন্তে তা প্রমাণিত হলে কোনপ্রকার কারণ দর্শানো ব্যতিরেকেই চাকুরীচ্যুতসহ দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০. অত্র পবিসের বোর্ড পরিচালক/ মহিলা পরিচালক, কর্মকর্তা/ কর্মচারীদের রক্তের সম্পর্কীয় (First Blood) কেউ অথবা তাদের স্বামী/ স্ত্রীদের রক্তের সম্পর্কীয় (First Blood) কেউ আবেদন করতে পারবেন না।

১১. প্রার্থীকে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তরসহ যে কোন জোনাল/ সাব-জোনাল অফিসসহ বাংলাদেশের যে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরী করতে সম্মত থাকতে হবে।

১২. খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান হলে খামের উপর তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং আবেদন পত্রের সাথে প্রমানস্বরুপ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সনদের (সরকারী সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে) সত্যায়িত কপি দাখিল করতে হবে।

১৩. অসম্পূর্ণ এবং ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

১৪. চাকুরীর জন্য যেকোন ব্যক্তিগত যোগাযোগ বা সুপারিশ বা তদবির চাকুরী লাভের ক্ষেত্রে প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১৫. প্রাপ্ত আবেদনসমূহ প্রাথমিকভাবে বাছাইপূর্বক যোগ্য প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে ডাকযোগে এবং পূরণকৃত ফর্মে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।

১৬. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।

১৭. অত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদানে বাধ্য নয়।

১৮. অসম্পূর্ণ আবেদন অথবা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া অর্থাৎ লিখিত/ ব্যবহারিক/ মৌখিক সাক্ষাৎকার পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে। যদি কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদন পত্রের কোন অংশ প্রযোজ্য না হয় সেই ক্ষেত্রে “প্রযোজ্য নয়” উল্লেখ করতে হবে।

১৯. নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলীতে উল্লেখ নেই এমন যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

২০. কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

অফিশিয়াল সার্কুলারঃ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সার্কুলার PDF