উপজেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

উপজেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Upazila Parishad Job Circular)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-১ শাখার স্মারক নং ৪৬.০০.০০০০.০৮৬.১১.০০৮.২০১৬-৭১৬ তারিখঃ ১৬ নভেম্বর/২০২৩খ্রি. এর ছাড়পত্র অনুযায়ী এবং একই মন্ত্রণালয়ের ৩০ নভেম্বর, ২০১০ তারিখে জারীকৃত উপজেলা পরিষদ কর্মচারী “চাকুরী” বিধিমালা ২০১২ মোতাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পীরগঞ্জ, কার্যালয় এর জন্য রাজস্ব খাতে সৃজিত নিম্নবর্ণিত ০১টি পদে অস্থায়ীভাবে পূরণের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

এক নজরে

চাকরির ধরনঃসরকারি চাকরি (Govt Jobs)
প্রতিষ্ঠানঃউপজেলা পরিষদ কার্যালয় (Upazila Parishad)
পদের নামঃঅফিস সহায়ক
পদের সংখ্যাঃ০১
কর্মস্থলঃসমগ্র বাংলাদেশ
বেতনঃবাংলাদেশ জাতীয় বেতন স্কেল অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃঅষ্টম শ্রেণি পাশ
আবেদনের শেষ তারিখঃ১০ ডিসেম্বর ২০২৩ ইং
রেটিং দিনঃ
5/5 - (3 votes)

চাকরির বিবরণ

উপজেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Upazila Parishad Job Circular)মোট পদের সংখ্যাঃ ০১টি। সরকারি চাকরি প্রার্থীরা বা আগ্রহীরা ১০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিক গুলো এবং আবেদনের নিয়ম বা শর্তাবলী নীচে দেয়া হলোঃ

শূন্যপদ সমুহ

  • অফিস সহায়ক (০১ টি)

শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতা

  • ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ।
  • অভিজ্ঞতাঃ প্রযোজ্য নহে।
  • সর্বোচ্চ বয়সঃ ৩০ বৎসর (বয়স নির্ধারণের জন্য বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন)

বেতন স্কেল ও গ্রেড

  • বেতন স্কেলঃ ৮,২৫০ – ২০,০১০/- টাকা।
  • গ্রেডঃ ২০ তম গ্রেড।

তারিখ, আবেদন ফি ও অন্যান্য

  • প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর ২০২৩ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ১০ ডিসেম্বর ২০২৩ ইং
  • প্রকাশের মাধ্যমঃ অফিশিয়াল ওয়েবসাইট
  • নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নং/সূত্রঃ ০৫.৫৫.৮৫৭৬.০০৩.০০.০২০.১৮-২৭
  • আবেদনের মাধ্যমঃ ডাকযোগে
  • আবেদন ফিঃ ২০০/- টাকা

উপজেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Upazila Parishad Job Circular) আবেদনের নিয়ম ও শর্তাবলী নীচে দেয়া হলো।

আবেদনের নিয়ম ও শর্তাবলী

১. উপরে বর্ণিত পদসমূহের নিয়োগ ক্ষেত্রে প্রার্থীকে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পীরগঞ্জ, রংপুর বরাবরে আবেদন করতে হবে।

২. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বিদেশী নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন না।

৩. আবেদন পত্রে প্রার্থীর (ক) নিজের নাম, (খ) তা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা, (ঙ) বর্তমান ঠিকানা, (চ) জন্ম তারিখ, (ছ) জাতীয়তা, (জ) ধৰ্ম, (ঝ) নিজ জেলা, (ঞ) শিক্ষাগত যোগ্যতা, (ট) অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখপূর্বক আগামী ১০/১২/২০২৩খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি চেয়ারম্যান, উপজেলা পরিষদ কার্যালয়, পীরগঞ্জ, রংপুর বরাবর আবেদনপত্র পৌছাতে হবে।

৪. প্রার্থীর বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নহে। প্রার্থীর বয়স ২৭/১১/২০২৩খ্রি. তারিখে ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২(বত্রিশ) বছর শিথিলযোগ্য। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।

৫. প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সে ক্ষেত্রে পিতা মাতার অনুকূলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।

৬. চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

৭. আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে ।

  • (ক) ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি।
  • (খ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ স্বরুপ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
  • (গ) ১ম শ্রেণীর গেজেটেড অফিসার প্রদত্ত (নামযুক্ত সীলদ্বারা) চারিত্রিক সনদপত্র।
  • (ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি।
  • (ঙ) যে কোন তফসিলভুক্ত ব্যাংক হতে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পীরগঞ্জ, রংপুর এর অনুকূলে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ২০০(দুইশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসংযুক্ত করতে হবে।
  • (চ) প্রার্থীর নিজস্ব ঠিকানা (ডাক ঠিকানা) স্পষ্টাক্ষরে লিখিত ৯.৫” x ৪.৫” ইঞ্চি খামের উপরে ১০(দশ) টাকার ডাক টিকিটসহ ফেরত খাম সংযুক্ত করতে হবে এবং খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
  • (ছ) এতিম ও প্রতিবন্ধী, উপজাতীয়, আনসার ও ভিডিপি কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণ পত্রের সত্যায়িত কপি।
  • (জ) জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র (১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)।

৮. নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধি-বিধানঅনুসরণ করা হবে । সরকার কর্তৃক জারীকৃত সকল কোটা সংরক্ষণ করা হবে।

৯. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১০. নির্বাচিত প্রার্থীকে প্রথম ০৬(ছয়) মাস শিক্ষানবিশ হিসেবে ও অস্থায়ী ভিত্তিতে কর্মরত থাকতে হবে।

১১. চূড়ান্ত নির্বাচনী পরীক্ষার সময়ে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।

১২. লিখিত/মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।

১৩. আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি বিবেচনা করা হবে না।

১৪. পরবর্তীতে প্রার্থীদের চাকুরী স্থায়ীকরণের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।

১৫. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন নিয়োগ সৃজিত/বাতিলের অধিকার সংরক্ষণ করেন।